যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, বাংলাদেশের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত দেশটির জনগণই নেবে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফার মূল কথা গণতান্ত্রিক বাংলাদেশ উল্লেখ করে বলেন, এর মূল কথা বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেক মানুষের। যে বাংলাদেশে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে।
বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। রাজতন্ত্র বা পরিবারতন্ত্রের জন্য নয়। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যার ভিত্তি ছিল গণতান্ত্রিক চেতনা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের রাজনীতি পরিবারতন্ত্রের শৃঙ্খলে বন্দী হয়ে পড়েছে।