যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে দেওয়া চিঠির জবাব দিয়েছে তেহরান। ওমানের মাধ্যমে এই জবাব দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর নাগরিকদের ৭২ ঘণ্টার জন্য পর্যাপ্ত খাবার, পানি ও প্রয়োজনীয় জিনিস মজুত করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইউরোপিয়ান কৌশলের অংশ হিসেবে এ পরামর্শ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের যেকোনো ভোটারকে অবশ্যই দেশটির নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৫ মার্চ) এমন একটি নির্বাহী আদেশে সই করেছেন।
ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সালমান।
সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের জামাত আয়োজনের নির্দেশ দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র রমজান মাসের ২২তম দিন থেকে ২৩তম রাত পর্যন্ত ৩০ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি এ মৌসুমের অন্যতম বৃহৎ জমায়েত।
কুয়েতে বেড়েই চলছে তালাকের ঘটনা। দেশটিতে গত বছর ৮৪ হাজার ৪৪২টি তালাকের ঘটনা ঘটে। এই হিসেবে কুয়েতে গড়ে প্রতিদিন তালাক হচ্ছে ২৩১টি।
গাজা ভূখন্ডে পৃথক ইসরায়েলি হামলায় ২ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। তাদের একজন আল-জাজিরার সাংবাদিক। তাঁর নাম হোসাম শাবাত। বয়স ২৩ বছর। তিনি আল-জাজিরা মুবাশ্বেরে কর্মরত ছিলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তাদের আলোচনার বিষয়বস্তু ছিল কৃষ্ণসাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি। বড় ধরনের যুদ্ধবিরতিতে যাওয়ার আগে আংশিক যুদ্ধবিরতির বিষয় নিয়ে এগোনোর চেষ্টা চালায় তারা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই প্রকল্পের অধীনে, যারা তাদের ভিসার মেয়াদোত্তীর্ণ সময়সীমা অতিক্রম করেছে তারা হয় তাদের অবস্থা বৈধ করতে পারে অথবা জরিমানা ছাড়াই চলে যেতে পারে।
ঈদের জামাতে মসজিদগুলোতেও নামাজ আদায় করা হবে। এ নামাজ হবে ঈদের নামাজের ময়দান সংলগ্ন মসজিদগুলোতে অথবা নির্দিষ্ট শহর ও গ্রামে ঈদের নামাজ আদায়ের জন্য সাধারণত ব্যবহৃত হয় না এমন মসজিদগুলোতে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) আজ সারা দিন ধুলোবালি এবং আংশিক মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। মাঝারি বাতাসের সম্ভাবনা রয়েছে। এটি সমুদ্রের ওপর দিয়ে মাঝে মাঝে তীব্র হতে পারে, যার ফলে স্থলভাগে ধুলো উড়তে পারে।
৯ এপ্রিল থেকে স্বল্পমেয়াদী পর্যটন ভিসার (৬ মাস) জন্য আবেদনকারীকে গুণতে হবে ১২৭ পাউন্ড (১৯ হাজার ৯৯০ টাকা)। বর্তমানে এই ফি ১১৫ পাউন্ড (১৮ হাজার ১০১ টাকা)। আর দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা (৬ মাসের বেশি) ফি হবে ৪৭৫ পাউন্ড (৭৪ হাজার ৭৬৫ টাকা), যা বর্তমানে ৪৩২ পাউন্ড বা ৬৭ হাজার ৩৭৫ রুপি।
চলতি বছরের হজযাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদির সরকার। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।
সৌদি আরবের কিছু এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করেছে কুয়েত সরকার। যেখানে কুয়েতি নাগরিক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নাগরিকদের জন্য ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ১৫ বছর রাখা হয়েছে।
বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রতিবাদে মানববন্ধন করেছেন জার্মানির বার্লিনে বসবাসরত প্রবাসী বাঙালিরা।
গাজার একটি হাসপাতালে গতকাল রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন।