logo
প্রবাসের খবর

ইসরায়েলের সঙ্গে ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ এপ্রিল ২০২৫
Copied!
ইসরায়েলের সঙ্গে ৫ বছরের যুদ্ধবিরতিতে রাজি হামাস
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে ৫ বছরের একটি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। বিনিময়ে তারা তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

আজ শনিবার (২৬ এপ্রিল) হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক। সংগঠনটির এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী অবশিষ্ট সব জিম্মিকে এক দফায় মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ৫ বছরের যুদ্ধবিরতি কার্যকর হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাস এক দফায় বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত। এর বিনিময়ে ৫ বছরের জন্য শত্রুতা বন্ধ থাকবে।’

এদিকে, হামাসের একটি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে তারা মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খলিল আল-হাইয়া এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আশা করা হচ্ছে, তারা মিসরের কাছে যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু আগেই স্পষ্ট জানিয়েছেন, আলোচনায় সংগঠনের অস্ত্র পরিত্যাগ নিয়ে কোনো দর-কষাকষি হবে না।

উল্লেখ্য, গাজায় এখনো হামাসের কাছে ৫৯ জন জিম্মি বন্দী আছে। তাদের ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচকেরা কাজ করছেন। হামাস কর্তৃপক্ষের দাবি, গাজায় যুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছে।

এর আগে, গত সপ্তাহে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই প্রস্তাব কার্যকর হলে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি থাকবে ৫ থেকে ৭ বছর। এই সময়ে জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে অবসান হবে দুই পক্ষের মধ্যের সংঘাতের।

সে সময় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামাস ইঙ্গিত দিয়েছে যে, গাজা শাসনের দায়িত্ব তারা এমন কোনো ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যে বিষয়ে জাতীয় ও আঞ্চলিক স্তরে ঐকমত্য রয়েছে। কর্মকর্তা জানান, এই সংস্থা হতে পারে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ বা নতুন করে গঠন করা কোনো প্রশাসনিক কাঠামো।

আরও দেখুন

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত: আব্বাস আরাঘচি

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত: আব্বাস আরাঘচি

তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”

৯ ঘণ্টা আগে

আমেরিকা হস্তক্ষেপ করলে ইসরায়েলে হামলা হবে, ইরানের হুঁশিয়ারি

আমেরিকা হস্তক্ষেপ করলে ইসরায়েলে হামলা হবে, ইরানের হুঁশিয়ারি

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”

১ দিন আগে

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে নিহত ১, পুড়ে ছাই ৩০০ ঘর

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে নিহত ১, পুড়ে ছাই ৩০০ ঘর

বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।

১ দিন আগে

ইরানে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত: টাইম ম্যাগাজিন

ইরানে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত: টাইম ম্যাগাজিন

এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশির ভাগ গুলিতে প্রাণ হারিয়েছে।

২ দিন আগে