
বিডিজেন ডেস্ক

ভিসা আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। এখন থেকে ভিসা আবেদনে আগের ৫টি পরীক্ষার বদলে ৯টি পরীক্ষার ফলাফল গ্রহণ করা হবে। পরিবর্তিত এই নিয়ম ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। তবে পুরোনো তালিকার পরীক্ষার ফল নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকবে, যা সংশ্লিষ্ট ভিসার নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
ভিসার ধরন অনুযায়ী ইংরেজি দক্ষতার মান আলাদা হতে পারে। প্রতিটি ভিসা সাবক্লাসের জন্য নির্দিষ্ট স্কোর এবং বৈধতার সময়সীমা আলাদা। তাই আবেদনকারীদের পরীক্ষায় অংশ নেওয়ার আগে নিয়ম যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটি।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স (ডিএইচএস) জানিয়েছে, সব পরীক্ষাই কেবল সিকিউর টেস্ট সেন্টারেই দিতে হবে। কোনো অনলাইন বা বাসায় বসে দেওয়া পরীক্ষা গ্রহণযোগ্য হবে না।
ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স বলেছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো পরীক্ষাগুলোর মধ্যে স্কোরিংয়ে সামঞ্জস্য আনা এবং আবেদনকারীদের জন্য আরও বিকল্প তৈরি করা। নতুন তালিকা অধিকাংশ ভিসার জন্য প্রযোজ্য হবে। তবে স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২)-এর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।
নতুন অনুমোদিত পরীক্ষার তালিকা
১. কেমব্রিজ সি ওয়ান অ্যাডভান্সড (সি ওয়ান অ্যাডভান্সড)
২. সিইএলপিআইপি জেনারেল (কানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইনডেস্ক প্রোগ্রাম জেনারেল)
৩. আইইএলটিএস একাডেমিক (ইনক্লুডিং ওয়ান স্কিল রিটেক)
৪. আইইএলটিএস জেনারেল ট্রেনিং (ইনক্লুডিং ওয়ান স্কিল রিটেক)
৫. ল্যাঙ্গুয়েজসার্ট একাডেমিক পরীক্ষা
৬. মিশিগান ইংলিশ টেস্ট (এমইটি, ইনক্লুডিং সিঙ্গেল সেকশন রিটেক)
৭. অকুপেশনাল ইংলিশ টেস্ট (ওইটি)
৮. পিয়ারসন টেস্ট অব ইংলিশ একাডেমিক (পিটিই একাডেমিক)
৯. টোয়েফল আইবিটি
৬ আগস্ট বা তার আগে নেওয়া পুরোনো তালিকার পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকবে। কিছু ভিসার ক্ষেত্রে এ পরীক্ষার ফলাফল ২০২৮ সালের ৬ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।
আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ভিসা অনুযায়ী নির্ধারিত স্কোর অর্জন করেছেন এবং পরীক্ষা দিয়েছেন সিকিউর টেস্ট সেন্টারে। অনলাইন বা বাসায় বসে দেওয়া পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য নয়। এর মধ্যে নিষিদ্ধ ফরম্যাট হলো: সিইএলপিআইপি অনলাইন, আইইএলটিএস অনলাইন, ল্যাঙ্গুয়েজসার্ট একাডেমিক অনলাইন, মেট ডিজিটাল (অ্যাট হোম), ওইটি@হোম এবং টোয়েফল আইবিটি হোম এডিশন।
হোম অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, নতুন নিয়ম অভিবাসন ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং নিশ্চিত করবে যে নতুন অভিবাসীরা অস্ট্রেলিয়ার জীবনে সম্পূর্ণভাবে অংশ নিতে প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা অর্জন করেছেন। নতুন তালিকাভুক্ত পরীক্ষাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চল ও ফরম্যাটে চালু থাকায় আবেদনকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।

ভিসা আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। এখন থেকে ভিসা আবেদনে আগের ৫টি পরীক্ষার বদলে ৯টি পরীক্ষার ফলাফল গ্রহণ করা হবে। পরিবর্তিত এই নিয়ম ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। তবে পুরোনো তালিকার পরীক্ষার ফল নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকবে, যা সংশ্লিষ্ট ভিসার নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
ভিসার ধরন অনুযায়ী ইংরেজি দক্ষতার মান আলাদা হতে পারে। প্রতিটি ভিসা সাবক্লাসের জন্য নির্দিষ্ট স্কোর এবং বৈধতার সময়সীমা আলাদা। তাই আবেদনকারীদের পরীক্ষায় অংশ নেওয়ার আগে নিয়ম যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটি।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স (ডিএইচএস) জানিয়েছে, সব পরীক্ষাই কেবল সিকিউর টেস্ট সেন্টারেই দিতে হবে। কোনো অনলাইন বা বাসায় বসে দেওয়া পরীক্ষা গ্রহণযোগ্য হবে না।
ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স বলেছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো পরীক্ষাগুলোর মধ্যে স্কোরিংয়ে সামঞ্জস্য আনা এবং আবেদনকারীদের জন্য আরও বিকল্প তৈরি করা। নতুন তালিকা অধিকাংশ ভিসার জন্য প্রযোজ্য হবে। তবে স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২)-এর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।
নতুন অনুমোদিত পরীক্ষার তালিকা
১. কেমব্রিজ সি ওয়ান অ্যাডভান্সড (সি ওয়ান অ্যাডভান্সড)
২. সিইএলপিআইপি জেনারেল (কানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইনডেস্ক প্রোগ্রাম জেনারেল)
৩. আইইএলটিএস একাডেমিক (ইনক্লুডিং ওয়ান স্কিল রিটেক)
৪. আইইএলটিএস জেনারেল ট্রেনিং (ইনক্লুডিং ওয়ান স্কিল রিটেক)
৫. ল্যাঙ্গুয়েজসার্ট একাডেমিক পরীক্ষা
৬. মিশিগান ইংলিশ টেস্ট (এমইটি, ইনক্লুডিং সিঙ্গেল সেকশন রিটেক)
৭. অকুপেশনাল ইংলিশ টেস্ট (ওইটি)
৮. পিয়ারসন টেস্ট অব ইংলিশ একাডেমিক (পিটিই একাডেমিক)
৯. টোয়েফল আইবিটি
৬ আগস্ট বা তার আগে নেওয়া পুরোনো তালিকার পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকবে। কিছু ভিসার ক্ষেত্রে এ পরীক্ষার ফলাফল ২০২৮ সালের ৬ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।
আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ভিসা অনুযায়ী নির্ধারিত স্কোর অর্জন করেছেন এবং পরীক্ষা দিয়েছেন সিকিউর টেস্ট সেন্টারে। অনলাইন বা বাসায় বসে দেওয়া পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য নয়। এর মধ্যে নিষিদ্ধ ফরম্যাট হলো: সিইএলপিআইপি অনলাইন, আইইএলটিএস অনলাইন, ল্যাঙ্গুয়েজসার্ট একাডেমিক অনলাইন, মেট ডিজিটাল (অ্যাট হোম), ওইটি@হোম এবং টোয়েফল আইবিটি হোম এডিশন।
হোম অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, নতুন নিয়ম অভিবাসন ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং নিশ্চিত করবে যে নতুন অভিবাসীরা অস্ট্রেলিয়ার জীবনে সম্পূর্ণভাবে অংশ নিতে প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা অর্জন করেছেন। নতুন তালিকাভুক্ত পরীক্ষাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চল ও ফরম্যাটে চালু থাকায় আবেদনকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।
তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”
গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশির ভাগ গুলিতে প্রাণ হারিয়েছে।

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
২ দিন আগে
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
২ দিন আগে