logo
সুপ্রবাস

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদী কবিতাপাঠ

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে১৭ এপ্রিল ২০২৫
Copied!
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদী কবিতাপাঠ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদী কবিতাপাঠ। গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় 'প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করে সাহিত্যের ছোটোকাগজ 'স্রোত'।

স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় প্রতিবাদী কবিতাপাঠ, গাজায় গণহত্যার বিরুদ্ধে স্বরচিত কবিতাপাঠ এবং আলোচনায় অংশ নেন আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি বদরুজ্জামান জামান, সংগীতশিল্পী কুমকুম সাইদা, কবি সোহেল আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম, পুঁথিকবি কাব্য কামরুল, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, সাহিত্যানুরাগী মোহাম্মদ আব্দুল হামিদ, কবি সেলিম উদ্দিন, সাংবাদিক নাজমুল হক, সাদিকুর রহমান সুমন, উজ্জ্বল খান প্রমূখ।

WhatsApp Image 2025-04-11 at 23.46.20 (1)

অনুষ্ঠানে পঠিত কবিতায় প্রতিবাদ, গাজার ধ্বংসযজ্ঞের চিত্র আর বিশ্বমোড়লদের প্রতি আহবান ফুটে উঠেছে এভাবে-‘বোমার আঘাতে ক্ষত বিক্ষত দেহ, রক্তাক্ত আদম সন্তানদের দিকে চেয়ে আছে গাজার ধ্বংসযজ্ঞ, বৃষ্টিহীন রক্তের স্রোতধারা দেখে কাঁদছে পাথরের পাহাড়।
শতাব্দীর নির্মমতা ঘাতকদের মুহুর্মুহু ছোড়া বোমার আঘাতে গাজায় বইছে কিয়ামত, কেউ দেখছে, কেউ না দেখার ভান করছে
আবার কেউ কেউ এগিয়ে দিচ্ছে ঘাতক মরণাস্ত্র,
এভাবেই বাড়ছে রক্ত, লাশ আর ধ্বংস-উল্লাস।’

‘আজ আমাদের ঘাড়ে এই রক্ত আর লাশের বোঝা, আমরা প্রতিবাদীন
আমাদের পাপ আর দুষ্কর্মের ভার বহন করে চিৎকার করে কাঁদবে প্রজন্মের ভবিষ্যৎ।’

‘যে কথা আজ এখনই আমাদের বলতেই হবে। ইসরায়েলের পরমাণু শক্তিতে বিপন্ন বিশ্বশান্তি। রক্তখেকো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের মুহূর্ত অতিক্রান্ত হলে বড় বেশি দেরি হয়ে যাবে।’

WhatsApp Image 2025-04-11 at 23.39.15

‘গাজার ভয়ংকর গণহত্যা আর ধ্বংসের এমন কিয়ামতে দেখে চরম নিস্তব্ধতা ভেঙে জেগে উঠার আহ্বান জানানো হচ্ছে মানুষ আর মানবতাকে আহ্বান জানানো হচ্ছে বিশ্ববিবেক বিশ্ব মোড়লদের। না হয় মানবতার এই চরম বিপন্নতায় আগামীর পৃথিবীতে মানুষ ফেরারি হয়ে যাবে। গাজার নাম মুছে দেওয়ার ঘোষণা এ কোন হিংস্র অধিকার? আশ্রিত ভূখন্ডে যুগ-যুগান্তর চলছে এ কেমন হত্যাযজ্ঞ ধ্বংসলীলা? ঘৃণাহীন নিয়ন্ত্রণহীন দিব্যি বিশ্বমোড়ল এমন নিষ্ক্রিয়তায় আমাদের ঘৃণাস্তূপে জাগতিক পরাবাস্তব কাহিনী মাড়িয়ে চলছে নির্লজ্জ বেহায়ার দল।’

‘আসুন, এই ভয়ংকর অপরাধের জবাবদিহি চাই আর বিপন্ন মানবতাকে উদ্ধারে আমরা মানুষ রক্তাক্ত প্রতিবাদে উজ্জীবিত হই। ফিলিস্তিনি শিশুদের সুন্দর পৃথিবী আর সুন্দর ভবিষ্যতের জন্য।’

আরও পড়ুন

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়ার শাখার নতুন কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়ার শাখার নতুন কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়া শাখা পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টের হলে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়।

১ দিন আগে

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহিদ দিবস ও রাষ্ট্রীয় শোক’ পালন

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহিদ দিবস ও রাষ্ট্রীয় শোক’ পালন

তুরস্কের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ‘জুলাই শহিদ দিবস’ ও রাষ্ট্রীয় শোক যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে গত ১৬ জুলাই (বুধবার) রাজধানী আঙ্কারায় দূতাবাসের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১ দিন আগে

শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

যুক্তরাজ্যের শেফিল্ড শহরে লন্ডনের পর বাঙালি কবিদের বড় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও কৌতুক নিয়ে অনুষ্ঠান চলে প্রায় ৮ ঘণ্টা।

৬ দিন আগে

সিডনিতে সূর্য মজুমদারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সিডনিতে সূর্য মজুমদারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির লাকেম্বার এক রেস্তোরাঁয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কবি সূর্য কিংকর মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ ‘নীরবতার শব্দ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

১০ দিন আগে