শরীফুল আলম, যুক্তরাষ্ট্র
ঘুমোতে যাবার ঠিক আগে জানালার পর্দাগুলো
আবেগ আর আহ্লাদে ফুলে ফেঁপে উঠল,
বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে
চোখ বাড়িয়ে বাইরে দেখি, রাস্তা ধুয়ে নিচ্ছে বৃষ্টি
গাছেরাও যেন স্নানে মগ্ন
বৃষ্টির শব্দে আমারও আজ বেশ রোমাঞ্চ লাগছে
আজকের রাতটিকে বেশ মোহময় মনে হচ্ছে,
জীবনে কত বৃষ্টিই তো দেখলাম
কিন্তু ক্যানভাসে কখনোই বৃষ্টির রঙ আঁকতে পারিনি,
সাগরে কিম্বা নগরে বহু ঝড় দেখেছি
তবে ভাঙনের শব্দ কাকে বলে তা আজও শিখিনি
ঝড়ে কত আম, শুকনো পাতা, ফুল ঝড়ে যায়
তবুও আজকের রাতটি যেন থমকে আছে তোমারই অপেক্ষায়
এসো দুজন দুজনার কাছে ভালোবাসা শিখি
তুমি হবে যুবতী লাউ আর আমি হবো দক্ষিণ মেরু।
নিঃসঙ্গ বসন্ত কাটছে এখন বেলা অবেলায়
মনে হয় পার ভাঙা নদী
উপপাদ্যের মত ঝুলে আছে কেবল
এক একটি দিনের সংখ্যা
এক একটি দিনের স্মৃতি
কাঙ্ক্ষিত মায়া, হইচই করা তোমার রহস্য,
ইচ্ছে ছিল ধাপে ধাপে তোমায় দেখি
কল্পবাস্তব যাদুশিল্পী
এভাবেই ভাবতে ভাবতে নিজেই হয়ে যাই আততায়ী
আমার নির্বোধ স্খলনের প্রাত্যহিক ফল।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।[email protected]
ঘুমোতে যাবার ঠিক আগে জানালার পর্দাগুলো
আবেগ আর আহ্লাদে ফুলে ফেঁপে উঠল,
বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে
চোখ বাড়িয়ে বাইরে দেখি, রাস্তা ধুয়ে নিচ্ছে বৃষ্টি
গাছেরাও যেন স্নানে মগ্ন
বৃষ্টির শব্দে আমারও আজ বেশ রোমাঞ্চ লাগছে
আজকের রাতটিকে বেশ মোহময় মনে হচ্ছে,
জীবনে কত বৃষ্টিই তো দেখলাম
কিন্তু ক্যানভাসে কখনোই বৃষ্টির রঙ আঁকতে পারিনি,
সাগরে কিম্বা নগরে বহু ঝড় দেখেছি
তবে ভাঙনের শব্দ কাকে বলে তা আজও শিখিনি
ঝড়ে কত আম, শুকনো পাতা, ফুল ঝড়ে যায়
তবুও আজকের রাতটি যেন থমকে আছে তোমারই অপেক্ষায়
এসো দুজন দুজনার কাছে ভালোবাসা শিখি
তুমি হবে যুবতী লাউ আর আমি হবো দক্ষিণ মেরু।
নিঃসঙ্গ বসন্ত কাটছে এখন বেলা অবেলায়
মনে হয় পার ভাঙা নদী
উপপাদ্যের মত ঝুলে আছে কেবল
এক একটি দিনের সংখ্যা
এক একটি দিনের স্মৃতি
কাঙ্ক্ষিত মায়া, হইচই করা তোমার রহস্য,
ইচ্ছে ছিল ধাপে ধাপে তোমায় দেখি
কল্পবাস্তব যাদুশিল্পী
এভাবেই ভাবতে ভাবতে নিজেই হয়ে যাই আততায়ী
আমার নির্বোধ স্খলনের প্রাত্যহিক ফল।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।[email protected]
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির লাকেম্বার এক রেস্তোরাঁয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কবি সূর্য কিংকর মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ ‘নীরবতার শব্দ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
কুয়েতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল জিটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ঘুমোতে যাবার ঠিক আগে জানালার পর্দাগুলো আবেগ আর আহ্লাদে ফুলে ফেঁপে উঠল, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে চোখ বাড়িয়ে বাইরে দেখি, রাস্তা ধুয়ে নিচ্ছে বৃষ্টি
হালকা বৃষ্টির বিকেল। জানালার ধারে বসে আছি, কফির কাপে ধোঁয়া উঠছে, আর ফোনে বাজছে সেই পুরোনো গান—‘তুমি আসবে বলে, অপেক্ষায় বসে আছি…’