
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

হালকা বৃষ্টির বিকেল। জানালার ধারে বসে আছি, কফির কাপে ধোঁয়া উঠছে, আর ফোনে বাজছে সেই পুরোনো গান—‘তুমি আসবে বলে, অপেক্ষায় বসে আছি…’
গানটা যেন একটানা বলেই যাচ্ছে আমার মনের না বলা কথাগুলো। ঠিক তখনই তুমি পাঠালে সেই ছবি—
তোমার চোখে রোদের মতো আলো, ঠোঁটে হালকা হাসি, পেছনে এক নদীর ধারে ধূসর বিকেল।
ছবিটা দেখি আর মনে হয়, হয়তো এই মুহূর্তে তুমি আমার পাশেই বসে আছো।
চুপচাপ।
কিছু না বলে।
শুধু চোখে চোখ রেখে বলছো, ‘এই গানটা তো আমাদের, না?’

আমার ভেতর তখন একটা সমুদ্র জেগে ওঠে।
গানটা আরও গভীর হয়ে ওঠে,
ছবিটা আরও জীবন্ত।
আমার শহরের বাতাসে তখন শুধু তোমার গন্ধ,
আর এই গান…
এই গানটা আমাদের গল্প লিখে চলে,
যেখানে তুমি একটা ছবি, আর আমি একটা অপেক্ষা।

হালকা বৃষ্টির বিকেল। জানালার ধারে বসে আছি, কফির কাপে ধোঁয়া উঠছে, আর ফোনে বাজছে সেই পুরোনো গান—‘তুমি আসবে বলে, অপেক্ষায় বসে আছি…’
গানটা যেন একটানা বলেই যাচ্ছে আমার মনের না বলা কথাগুলো। ঠিক তখনই তুমি পাঠালে সেই ছবি—
তোমার চোখে রোদের মতো আলো, ঠোঁটে হালকা হাসি, পেছনে এক নদীর ধারে ধূসর বিকেল।
ছবিটা দেখি আর মনে হয়, হয়তো এই মুহূর্তে তুমি আমার পাশেই বসে আছো।
চুপচাপ।
কিছু না বলে।
শুধু চোখে চোখ রেখে বলছো, ‘এই গানটা তো আমাদের, না?’

আমার ভেতর তখন একটা সমুদ্র জেগে ওঠে।
গানটা আরও গভীর হয়ে ওঠে,
ছবিটা আরও জীবন্ত।
আমার শহরের বাতাসে তখন শুধু তোমার গন্ধ,
আর এই গান…
এই গানটা আমাদের গল্প লিখে চলে,
যেখানে তুমি একটা ছবি, আর আমি একটা অপেক্ষা।
ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, চন্দ্রপুলি, নকশি পিঠা ও নানা রকম ঘরোয়া মিষ্টান্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিঠার স্বাদ, গানের সুর আর প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে ঢাকার ঐতিহাসিক রেসকার্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং সেদিন ঢাকায় ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের ঐতিহাসিক ধারাবিবরণী পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুনিম আহমেদ।