logo
সুপ্রবাস

মতপ্রকাশের স্বাধীনতা মানে দায়িত্বহীনতা বা সহিংসতা উসকে দেওয়া নয়: মেক্সিকোতে বিজয় দিবসের আলোচনায় রাষ্ট্রদূত মুশফিক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ ঘণ্টা আগে
Copied!
মতপ্রকাশের স্বাধীনতা মানে দায়িত্বহীনতা বা সহিংসতা উসকে দেওয়া নয়: মেক্সিকোতে বিজয় দিবসের আলোচনায় রাষ্ট্রদূত মুশফিক

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সতর্ক করে বলেছেন “মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই অবারিত থাকবে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে গণতন্ত্র হত্যাকারী, খুনী ও লুটেরা চক্রকে পুনর্বাসনের চক্রান্ত মেনে নেওয়া যায় না।”

এ সময় তিনি ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Bangladesh Embassy Mexico 1

মেক্সিকোতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেক্সিকো সিটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

Bangladesh Embassy Mexico 2

দিবসব্যাপী কর্মসূচির শুরুতে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত। পরবর্তীতে দূতাবাসের মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর, স্বাধীনতার অগ্রনায়ক শহিদ জিয়াউর রহমানসহ সকল বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

Bangladesh Embassy Mexico 3

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের এই গৌরবময় দিনে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের কাঙিক্ষত স্বাধীনতা। তাদের আত্মত্যাগ, বীরত্ব ও অসীম সাহস জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।"

Bangladesh Embassy Mexico 4

তিনি বলেন, "আমাদের স্বাধীনতা কেউ কোনো সোনার থালায় সাজিয়ে উপঢৌকন হিসেবে এনে দেয়নি, এটি ছিনিয়ে নিতে হয়েছে রক্তস্নাত যুদ্ধ, ত্যাগ ও আত্মবিসর্জনের বিনিময়ে। সেই অদম্য সাহস ও প্রতিবাদের উত্তরাধিকার আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে, যেখানে নির্ভীক তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল নিপীড়ন, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে। বিজয় দিবসের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি সকল শহিদ ও সাহসী যোদ্ধাদের, যারা নিজেদের জীবন, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাজি রেখে ইতিহাস গড়েছেন। তাদের বীরত্ব আমাদের প্রেরণা, আমাদের পথনির্দেশ। জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে।”

Bangladesh Embassy Mexico 5

ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার প্রবণতার বিরুদ্ধেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন রাষ্ট্রদূত মুশফিক। তিনি বলেন, “আমাদের সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়। আমাদের বক্তব্য, বিবৃতি কিংবা সামাজিক মাধ্যমে প্রকাশিত কোনো কন্টেন্ট যেন সামাজিক অস্থিরতা কিংবা সহিংসতাকে উসকে না দেয়।" পাশাপাশি তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং এর মধ্য দিয়ে দেশে এক নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার সূচনা হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত মুশফিক।

Bangladesh Embassy Mexico 6

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির একজন তরুণ সদস্য মহান বিজয় দিবস উপলক্ষে তার অনুভূতি ব্যক্ত করেন। এ ছাড়া, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Bangladesh Embassy Mexico 7

অনুষ্ঠান উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে এক দেশাত্মবোধক গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষে দূতাবাসের গার্ডেনে আমন্ত্রিত অতিথিদের জন্য মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

২ দিন আগে

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

২ দিন আগে