logo
প্রবাসের খবর

গাজা, সিরিয়া ও লেবাননে দখল করা অঞ্চল আর ছাড়বে না ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ এপ্রিল ২০২৫
Copied!
গাজা, সিরিয়া ও লেবাননে দখল করা অঞ্চল আর ছাড়বে না ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (ছবিতে বাঁয়ে)। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা এবং লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গত বুধবার (১৬ এপ্রিল) তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে। কেবল তাই নয়, তিনি
আরও বলেছেন, ইসরায়েলি বাহিনী যেসব এলাকা দখল করেছে তা আর ছাড়বে না।

বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।

এপির খবরে বলা হয়েছে, এই মন্তব্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা আরও জটিল করে তুলতে পারে।

বুধবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ২২ জন নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। নিহতদের মধ্যে এক বছরও হয়নি এমন এক মেয়েও রয়েছে। আহত অবস্থায় মেয়েটির মা তার রক্তমাখা নীল পোশাক পরা মেয়ের দেহ জড়িয়ে ধরেছিলেন। পরে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

গত মাসে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর জিম্মিদের মুক্তির জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করতে ইসরায়েল নতুন করে অভিযান শুরু করে। ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছে। এ ছাড়া, গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়নি। ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একটি বাফার জোন দখল করে নেয়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, ‘অতীতে যা ঘটত তার বিপরীতে (ইসরায়েলি সামরিক বাহিনী) যেসব এলাকা খালি ও দখল করেছে, সেগুলো আর ছেড়ে দেবে না। গাজা, লেবানন ও সিরিয়ায় যেকোনো অস্থায়ী বা স্থায়ী পরিস্থিতিতে শত্রু ও (ইসরায়েলি) সম্প্রদায়ের মধ্যে একটি বাফার হিসেবে সামরিক বাহিনী নিরাপত্তা অঞ্চলে থাকবে।’

ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া ইসরায়েলি সেনাদের এই উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সামরিক দখলদারি হিসেবে দেখে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের অব্যাহত উপস্থিতির কারণে লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পুরোপুরি মোতায়েন হতে পারছে না। এটি ‘বাধা’ সৃষ্টি করছে।

বুধবারও দক্ষিণ লেবাননে দুটি ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ বলেছে, নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

হামাস বলেছে, গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া তারা বাকি জিম্মিদের মুক্তি দেবে না। জিম্মি পরিবারের প্রধান সংগঠন এক বিবৃতিতে বলেছে, ‘তারা (ইসরায়েল সরকার) প্রতিশ্রুতি দিয়েছিল যে, জিম্মিরাই অগ্রাধিকার। বাস্তবে, ইসরায়েল জিম্মিদের আগে ভূখণ্ড দখল করতে চাইছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি সমাধানই কাম্য ও সম্ভব, আর তা হলো—একটি চুক্তির মাধ্যমে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দেওয়া, এমনকি যুদ্ধ শেষ করার বিনিময়েও।’

ইসরায়েল বলছে, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে তাদের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে বিগত দেড় বছর ধরে ইসরায়েলি হামলায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরও পড়ুন

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

৩ দিন আগে

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

প্রবাসীদের দৃষ্টিতে এশিয়ার সেরা ৩ দেশ

এ বছর সূচকে চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। ২০২৪ সালে ১৯তম অবস্থান থেকে উঠে এসে এবার ৬ষ্ঠ হয়েছে দেশটি। অন্যদিকে মালয়েশিয়া প্রথমবারের মতো শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ভিয়েতনাম রয়েছে ৫ম স্থানে।

৫ দিন আগে