logo
সুপ্রবাস

ফিলিস্তিনিদের জন্য অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া

প্রতিনিধি, কুয়ালালামপুর০১ মে ২০২৫
Copied!
ফিলিস্তিনিদের জন্য অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া

ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ বুধবার (৩০ এপ্রিল) সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব অর্গানাইজেশনসের (মাপিম মালয়েশিয়া) অফিসে মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে নগদে হস্তান্তর করা হয়।

এ সময় চট্টগ্রাম সমিতির উপদেষ্টা রফিক আহমদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক সাদেক উল্লাহ, ওআইসি টু-ডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাইদ হক ও মাপিমের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নাল মানবিক কাজে তাঁর চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণের কথা তুলে ধরে চট্টগ্রামবাসী ও বাংলাদেশের মানুষের প্রশংসা করেন।

তিনি নির্যাতিত নিপীড়িত গাজাবাসীর জন্য মালয়েশিয়ায় প্রবাসী চট্টগ্রাম সমিতির সদস্যদের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় তিনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রতিনিধিদের কাছে মাপিমের কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রয়োজনে প্রবাসীদের জন্য মাপিম ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ অন্য সেবামূলক কাজ করবে বলে জানান।

সবশেষে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার মানবিক কাজের জন্য মাপিমের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

আরও দেখুন

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর সুযোগ আছে: হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর  সুযোগ আছে: হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন

অস্ট্রেলিয়া ফিজি থেকে প্রচুর লোক নেয়, যারা বছরের একটি নির্দিষ্ট সময় কাজ করে দেশে ফিরে যান। বাংলাদেশের সঙ্গেও এরকম একটি চুক্তি হয়েছিল ২০০৩ সালে। সেই চুক্তির অধীনে বাংলাদেশ থেকে লোকজনও এসেছিল। কিন্তু তারা আর ফিরে যাননি। এ কারণে অস্ট্রেলীয় সরকার চুক্তিটি বাতিল করে দিয়েছে।

১ দিন আগে

জেদ্দায় বাংলাদেশ স্কুলের ইংরেজি শাখার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

জেদ্দায় বাংলাদেশ স্কুলের ইংরেজি শাখার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

আমাদের শিক্ষার্থী যারা আইজিসিএসই পরীক্ষায় টপ ইন দ্য ওয়ার্ল্ড হবে তাদের ৭৫ শতাংশ, যারা টপ ইন দ্য কান্ট্রি হবে তাদের ৫০ শতাংশ এবং যারা টপ ইন দ্য রিজিওন হবে তাদের ২৫ শতাংশ স্কলারশিপ স্কুল থেকে আমরা পরবর্তী এএস বা এ লেভেলের জন্য প্রোভাইট করব। এবারে যারা এই রেজাল্ট করেছে তাদের জন্যও এটা প্রযোজ্য হবে।

১ দিন আগে

কোষ্টারিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

কোষ্টারিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকের সাক্ষাৎ

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জ্ঞাপন করেন। আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।

৫ দিন আগে

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক অসহায় ও প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো দোষীদের দ্রুত বিচারের দাবি করা হয়। বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে।

৬ দিন আগে