logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৫ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০২৫-২০২৬) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) আল রাই পৌরসভার হলে অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের নেতারা পুরাতন কমিটি বিলুপ্ত করে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেন নতুন কমিটি গঠনের। তিনি সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় নতুন কমিটি গঠন করেন।

কমিটি গঠনের সময় নির্বাচনের প্রসঙ্গ ওঠে। কিন্তু কমিটির নেতারা প্রকাশ্য সমর্থনের মাধ্যমে জাহাঙ্গীর খান পলাশকে পুনরায় সভাপতি পদে রাখার দাবি করেন। অন্য কেউ সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবার সমর্থনে জাহাঙ্গীর খান পলাশ সভাপতির দায়িত্ব পান।

সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, শহিদ ইসলাম ও কাসাদুল—তিনজনের নাম প্রস্তাব করা হলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে মোয়াজ্জেম হোসেন পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এ ছাড়া, আনোয়ার কালাম সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

নির্বাহী কমিটির প্রধান হিসেবে মনির হোসেন, সহকারী আবুল হাসেম, টিমগুলোর টেকনিক্যাল প্রধান হিসেবে মোস্তাফিজ ও সহকারী হিসেবে ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), বাণিজ্যিক ব্যবস্থাপক গাজী, কোষাধ্যক্ষ হিসেবে কাসাদুলকে দায়িত্ব দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের সংগঠন। এই সংগঠন কুয়েতের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে।

আরও পড়ুন

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়ার শাখার নতুন কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়ার শাখার নতুন কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস, মালয়েশিয়া শাখা পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টের হলে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়।

১৮ ঘণ্টা আগে

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহিদ দিবস ও রাষ্ট্রীয় শোক’ পালন

আঙ্কারার বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহিদ দিবস ও রাষ্ট্রীয় শোক’ পালন

তুরস্কের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ‘জুলাই শহিদ দিবস’ ও রাষ্ট্রীয় শোক যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে গত ১৬ জুলাই (বুধবার) রাজধানী আঙ্কারায় দূতাবাসের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২০ ঘণ্টা আগে

শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

শেফিল্ডে প্রবাসী বাঙালি কবি–লেখকদের মিলনমেলা

যুক্তরাজ্যের শেফিল্ড শহরে লন্ডনের পর বাঙালি কবিদের বড় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান ও কৌতুক নিয়ে অনুষ্ঠান চলে প্রায় ৮ ঘণ্টা।

৬ দিন আগে

সিডনিতে সূর্য মজুমদারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সিডনিতে সূর্য মজুমদারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির লাকেম্বার এক রেস্তোরাঁয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কবি সূর্য কিংকর মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ ‘নীরবতার শব্দ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

১০ দিন আগে