logo
সুপ্রবাস

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৫ মার্চ ২০২৫
Copied!
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০২৫-২০২৬) কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) আল রাই পৌরসভার হলে অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের নেতারা পুরাতন কমিটি বিলুপ্ত করে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেন নতুন কমিটি গঠনের। তিনি সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় নতুন কমিটি গঠন করেন।

কমিটি গঠনের সময় নির্বাচনের প্রসঙ্গ ওঠে। কিন্তু কমিটির নেতারা প্রকাশ্য সমর্থনের মাধ্যমে জাহাঙ্গীর খান পলাশকে পুনরায় সভাপতি পদে রাখার দাবি করেন। অন্য কেউ সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবার সমর্থনে জাহাঙ্গীর খান পলাশ সভাপতির দায়িত্ব পান।

সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, শহিদ ইসলাম ও কাসাদুল—তিনজনের নাম প্রস্তাব করা হলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে মোয়াজ্জেম হোসেন পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

এ ছাড়া, আনোয়ার কালাম সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

নির্বাহী কমিটির প্রধান হিসেবে মনির হোসেন, সহকারী আবুল হাসেম, টিমগুলোর টেকনিক্যাল প্রধান হিসেবে মোস্তাফিজ ও সহকারী হিসেবে ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), বাণিজ্যিক ব্যবস্থাপক গাজী, কোষাধ্যক্ষ হিসেবে কাসাদুলকে দায়িত্ব দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতপ্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের সংগঠন। এই সংগঠন কুয়েতের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে।

আরও পড়ুন

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড রিইউনিয়ন

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড রিইউনিয়ন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ‘ঢাকা ইউনিভার্সিটি নাইট– গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫’ এবং প্রতিষ্ঠার ১৫ বছর উদযাপন। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম বর্তমান কার্যকরি পরিষদের উদ্যোগে এতবড় আয়োজন করা হয়।

১৮ ঘণ্টা আগে

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কোম্পানির বর্ষপূর্তি উদ্‌যাপন

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কোম্পানির বর্ষপূর্তি উদ্‌যাপন

কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। সম্প্রতি কাতারের বাণিজ্যিক এলাকা নাজমার এয়ারপোর্ট রোড সংলগ্ন স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ দিন আগে

ক্যানসাসে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’

ক্যানসাসে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’

মামুনি, আম্মা, মা, আম্মি, মাম্মি, মাতৃ, মাদার—সব আদুরে নাম গায়ে মেখে ক্যানসাসের অগাস্টা শহরে অনুষ্ঠিত হয়েছে একঝাঁক মায়ের ব্যতিক্রমী আয়োজন ‘বেস্ট মম এভার’। যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের ছায়াঘেরা অগাস্টায় পরিবার নিয়ে গত রোববার (১১ মে) সকাল থেকে মায়েরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন।

২ দিন আগে

টোকিওতে বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত

টোকিওতে বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত

বাংলাদেশ-জাপান ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং জাপান পক্ষের নেতৃত্ব দেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।

২ দিন আগে