logo
সুপ্রবাস

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১ ঘণ্টা আগে
Copied!
পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ফ্যাসিবাদবিরোধী বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে যারা রাজনৈতিকভাবে সক্রিয়, সেই শক্তিগুলোর প্রতি সমর্থন জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। সম্প্রতি পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বামপন্থী আন্দোলনের নেত্রী মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা এবং উদীচীর যুক্তরাজ্য শাখার সাবেক উপদেষ্টা সৈয়দ রকিব আহমেদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক অসহায় ও প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো দোষীদের দ্রুত বিচারের দাবি করা হয়। বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে। তারা এই পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় প্রথম আলো ও ডেইলি স্টারসহ গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের ওপর হামলা, মব সন্ত্রাসীদের সুপরিকল্পিতভাবে উদীচীর কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ ও ছায়ানটে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো, পাশাপাশি বিভিন্ন মাজার, বাউল, নারী ও শিশুদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, মব সহিংসতার বিরুদ্ধে সরকারের নিষ্ক্রিয়তা কার্যত এসব সহিংসতার প্রতি এক ধরনের সম্মতি তৈরি করছে।

আলোচনা সভা থেকে বাংলাদেশে অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করার জোরালো দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক শাহরিয়ার বিন আলী। সূচনা বক্তব্য দেন ড. আখতার সোবহান খান মাসরুর। বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ, ব্রিটেনের সোশালিস্ট পার্টির নেতা হুগো পিয়েরে, মর্নিং স্টার পত্রিকার ক্যাম্পেইন ম্যানেজার কেলভিন টাকার, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের প্রচার সম্পাদক জয়দ্বীপ রায়, অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, তরুণ গবেষক আলাদিন আহমেদ, গোলাম আকবর মুক্তা, গোপাল দাস, নবীনা নওশাদ শ্রাবণী, মুশফিক নুর মশ ও গৌতম রায় প্রমুখ। বিজ্ঞপ্তি

আরও দেখুন

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

পূর্ব লন্ডনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের যুক্তরাজ্য শাখার আলোচনা সভা

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক অসহায় ও প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো দোষীদের দ্রুত বিচারের দাবি করা হয়। বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে।

১ ঘণ্টা আগে

টোকিওতে জাপানি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

টোকিওতে জাপানি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সাংবাদিকদের কাছে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া এবং স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্যভাবে এই গণতান্ত্রিক কার্যক্রম সম্পন্ন করতে সরকারের অঙ্গীকারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

৩ দিন আগে

এলডিসি উত্তরণের পর সুইজারল্যান্ডের অগ্রাধিকারমূলক সুবিধা সম্প্রসারণের অনুরোধ বাংলাদেশের

এলডিসি উত্তরণের পর সুইজারল্যান্ডের অগ্রাধিকারমূলক সুবিধা সম্প্রসারণের অনুরোধ বাংলাদেশের

বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান এলডিসি থেকে উত্তরণের বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে সুইস পক্ষকে অবহিত করেন এবং একই সঙ্গে বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করেন।

৬ দিন আগে

চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অফিশিয়াল থিম সংগীত প্রকাশ

চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অফিশিয়াল থিম সংগীত প্রকাশ

গানটির লেখক, গীতিকার ও সুরকার হলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরমান হোসেন ভূঁইয়া (লাভলু)। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা ভাষা, সংস্কৃতি ও নিজ জেলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এই গানটি রচনা ও সুর করেছেন। গানটি তিনি নিজেই প্রযোজনা করেছেন।

৭ দিন আগে