logo
সুপ্রবাস

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে১০ ঘণ্টা আগে
Copied!
প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সাহিত্য সংগঠন ‘অক্ষর’ গতকাল শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের একটি হলে 'দীপ্ত প্রাণে হর্ষ' শিরোনামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আবৃত্তিশিল্পী মুনির কাদেরের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই তিনি সংবর্ধিত নাজমুন নেসা পিয়ারির পরিচিতি উপস্থাপন করেন। এরপর নাজমুন নেসা পিয়ারিকে নিবেদিত ৩টি কবিতা পাঠ করেন কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান।

এ ছাড়া, অনুষ্ঠানে কবিতা, ছড়া ও সংগীত পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শর্মিষ্ঠা বড়ুয়া, সংগীতশিল্পী পলাশ গাঙ্গুলী, ছড়াকার লোকমান আহমেদ আপন, রোমেনা আফরোজ, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, সংগীতশিল্পী রোজি মজুমদার, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, মেরি হাওলাদার, সংগীতশিল্পী কুমকুম সাঈদা, আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন ও বীনা প্রমুখ।

Reception in Paris 3

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, উদীচির ফ্রান্স শাখার সভাপতি কিরণময় মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, অনুবাদক খান আনোয়ার, ক্রিত পরিচালক জেরেমি, নৃত্যশিল্পী শরীফ আহমেদ, সেইফ অটোস্কুলের পরিচালক মোহাম্মদ আহমদ সেলিম, সংগঠক রাকিবুল ইসলাম ও বাপন কুরি প্রমুখ।

তবলায় সহযোগিতা করেন প্লাসিড শিপন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাসনাত জাহান।

উল্লেখ্য, নাজমুন নেসা পিয়ারি সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাজীবন শেষ করে ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে শিক্ষিকা হিসেবে যোগ দেন। পরে ইডেন মহিলা কলেজে কিছু দিন শিক্ষকতা করেন। ১৯৮০ সাল থেকে পত্রিকাতে নিয়মিত লেখালেখি শুরু করেন।

১৯৭৬ সালে তিনি জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগে যোগ দেন। তিন বছর বাংলা বিভাগে কাজ করার পর জার্মান ও ইংরেজি বিভাগেও কাজ করেন।

Reception in Paris 2

১৯৯০ সালে তিনি প্রথম বিদেশি হিসেবে ডয়েচে ভেলের মার্কেটিং ও গণসংযোগ বিভাগের সম্পাদক হিসেবে যোগ দেন। ২০০৩ সাল ওই বিভাগে কাজ করার পর বার্লিনে চলে যান। ২০০৫ সালে তার প্রথম অনুবাদ গ্রন্থ ‘পিয়ানো টিচার’ প্রকাশিত হয়। এর মূল রচয়িতা ছিলেন নোবেলজয়ী জার্মান লেখিকা এলফ্রিডে জেলিনেক।

নাজমুন নেসা পিয়ারির লিখিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘সত্তার অসীম আকাশ: জার্মানবাসী বাঙালির মুক্তিযুদ্ধ’ (২০০৯), ‘প্রেমে-অপ্রেমে’, ‘কবিতার বরপুত্র শহীদ কাদরী’।

সাহিত্য কর্মে বিশেষ অবদানের জন্য তিনি সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার (২০১৬), একুশে পদক (২০২০)সহ অনেক পদকে ভূষিত হন।

নাজমুন নেসা পিয়ারি বর্তমানে জার্মানিতে প্রবাস জীবন যাপন করছেন।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

১২ ঘণ্টা আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

৮ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

৮ দিন আগে