logo
সুপ্রবাস

ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এ বছরও ওমানের মাস্কাটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হয়েছে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে মাস্কাটের মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গালফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী।

সভাপতিত্ব করেন সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সহসভাপতি রেজাউল করিম সিআইপি। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এন এন আমিন।

উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি আজিমুল হক বাবুল সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম সিআইপি, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাহিত্য সম্পাদক শাহজাহান ভূইঁয়া, সাপোর্টিং নির্বাহী সদস্য অজিত, জসিম, কোষাধক্ষ্য মুক্তার, মানিক।

টুর্নামেন্টে এ বছর ১৬টি দল অংশ নিয়েছে। টানটান উত্তেজনা, উৎসাহ–উদ্দীপনা ও জমকালো আয়োজনে উদ্বোধনী দিনে চারটি দল দুটি ম্যাচে অংশগ্রহণ করে।

একটি ম্যাচে হামেরিয়া একাদশ ও ওয়াদি কবির এফসি প্রতিদ্বন্দ্বিতা করে। এই ম্যাচে দুই দল একটি করে গোল করে। দ্বিতীয় ম্যাচে বারকা এফসি ও আল খুওয়াইর এফএফসি অংশগ্রহণ করে। এই ম্যাচের ফলাফল বারকা এফসি ৩, খুওয়াইর এফএফসি ০।

আরও দেখুন

বিএনপির আবুধাবি শাখার মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিএনপির আবুধাবি শাখার মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ক্যানবেরায় প্রবাসী প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ক্যানবেরায় প্রবাসী প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা জানায়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর সন্তানদের বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও শিশু-কিশোরদের কেন্দ্র করে আরও শিক্ষামূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে।

২ দিন আগে

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, চন্দ্রপুলি, নকশি পিঠা ও নানা রকম ঘরোয়া মিষ্টান্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিঠার স্বাদ, গানের সুর আর প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

৩ দিন আগে

টরন্টোয় ইতিহাসের ধারাবিবরণী পাঠের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন

টরন্টোয় ইতিহাসের ধারাবিবরণী পাঠের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে ঢাকার ঐতিহাসিক রেসকার্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং সেদিন ঢাকায় ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের ঐতিহাসিক ধারাবিবরণী পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুনিম আহমেদ।

৪ দিন আগে