বিডিজেন ডেস্ক
ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছোড়ার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা।
রোববার (১ ডিসেম্বর) হুতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ইয়েমেনের সানা থেকে এ খবর দিয়েছে।
বিবৃতিতে হুতি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘প্যালেস্টাইন ২’। হুতির ভাষ্যমতে, এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি’ ইয়েমেনে তৈরি।
অন্য দিকে ইসরায়েলে সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমানবাহিনী। এর আগে রোববার সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান যে ‘প্রতিরোধ অক্ষ’ তৈরি করেছে, তারই অংশ হুতি। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা।
ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছোড়ার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা।
রোববার (১ ডিসেম্বর) হুতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ইয়েমেনের সানা থেকে এ খবর দিয়েছে।
বিবৃতিতে হুতি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশে ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘প্যালেস্টাইন ২’। হুতির ভাষ্যমতে, এই ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি’ ইয়েমেনে তৈরি।
অন্য দিকে ইসরায়েলে সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটি হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে তাদের বিমানবাহিনী। এর আগে রোববার সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান যে ‘প্রতিরোধ অক্ষ’ তৈরি করেছে, তারই অংশ হুতি। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এ সময় লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা।
মিয়ানমারে গত শুক্রবারের (২৮ মার্চ) ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও অন্তত ৭৭ জন নিহত হয়েছে। গতকাল বুধবার (২ এপ্রিল) সকাল থেকে রাতভর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে গাজার মেডিকেল সূত্র নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। একে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো উদ্ধারকাজ চলছে।