বিডিজেন ডেস্ক
ফিলিস্তিনের গাজা ও লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গাজায় শরণার্থীশিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ও আরেকটি আশ্রয়শিবিরে ১৩ জন ও বৈরুতে বড় একটি সরকারি হাসপাতালে চারজন নিহত হয়েছেন।
গাজায় জাবালিয়া প্রিপারেটরি স্কুলে ‘কামানের গোলা’ নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০।
গাজার ওয়াফা সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার আল–জাজিরা এ খবর দিয়েছে।
গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে এই বিদ্যালয়ের অবস্থান। এক বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার জেরে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেকটি আশ্রয়স্থলে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালিয়েছে। ওয়াফা সংবাদমাধ্যম জানায়, এই হামলায় তিনজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
১৭ দিন আগে থেকে গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে ওই অঞ্চলে অন্তত ৬৪০ জন নিহত হওয়ার খবর চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্র আল-জাজিরাকে জানিয়েছে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এএফপি এ খবর দিয়েছে।
হারিরি হাসপাতাল লেবাননের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র। এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় হাসপাতালটির ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।
ফিলিস্তিনের গাজা ও লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গাজায় শরণার্থীশিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ও আরেকটি আশ্রয়শিবিরে ১৩ জন ও বৈরুতে বড় একটি সরকারি হাসপাতালে চারজন নিহত হয়েছেন।
গাজায় জাবালিয়া প্রিপারেটরি স্কুলে ‘কামানের গোলা’ নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০।
গাজার ওয়াফা সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার আল–জাজিরা এ খবর দিয়েছে।
গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে এই বিদ্যালয়ের অবস্থান। এক বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার জেরে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেকটি আশ্রয়স্থলে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালিয়েছে। ওয়াফা সংবাদমাধ্যম জানায়, এই হামলায় তিনজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
১৭ দিন আগে থেকে গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে ওই অঞ্চলে অন্তত ৬৪০ জন নিহত হওয়ার খবর চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্র আল-জাজিরাকে জানিয়েছে।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এএফপি এ খবর দিয়েছে।
হারিরি হাসপাতাল লেবাননের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র। এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় হাসপাতালটির ‘উল্লেখযোগ্য’ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, 'ইরানি হজযাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস।'
ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।
মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।