logo
প্রবাসের খবর

তিন মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৫ ঘণ্টা আগে
Copied!
তিন মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক
খাবারের জন্য কাড়াকাড়ি করছে অভুক্ত ফিলিস্তিনিরা। ছবি: এএফপি

দীর্ঘ ৩ মাস পর অবশেষে গাজায় ত্রাণ প্রবেশ করেছে। গতকাল সোমবার (১৯ মে) ভূথন্ডটিতে ত্রাণ নিয়ে প্রবেশ করে জাতিসংঘের ৯টি ট্রাক।

আজ মঙ্গলবার (২০ মে) জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অনাহারে জর্জরিত গাজা ভূখন্ডে ত্রাণ প্রবেশ করতে দেওয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে, যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য বলেও জানিয়েছে সংস্থাটি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় প্রতিদিন কমপক্ষে ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করত। সেই তুলনায় গতকালের ত্রাণ সহায়তা খুবই কম। বিশেষজ্ঞরা গত সপ্তাহে সতর্ক করেছিলেন, শিগগিরই ত্রাণ সহায়তা নিশ্চিত না করা গেলে ভূখন্ডটিতে অনাহার ভয়াবহ আকার ধারণ করবে।

১১ সপ্তাহের সম্পূর্ণ অবরোধের পর, জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার জানিয়েছেন যে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় প্রবেশের জন্য ৯টি ত্রাণবাহী ট্রাককে অনুমতি দিয়েছে। খাদ্য ও সহায়তার ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র হিসেবে অনাহার ব্যবহারের অভিযোগ উঠেছে।

টম ফ্লেচার বলেন, ‘কেরেম শালোম ক্রসিং দিয়ে ত্রাণবাহী ৯টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে, ১১ সপ্তাহের অবরোধের পর গাজায় মাত্র ৯ ট্রাক ত্রাণ যথেষ্ট নয়। ফিলিস্তিনিদের চাহিদা পূরণে বিপুল পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে। তবে, ইসরায়েল যে ত্রাণ প্রবেশে অনুমতি দিয়েছে তাকে স্বাগত জানাই।’

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিকও বলছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা যথেষ্ট নয়। আল জাজিরাকে তিনি বলেন, ‘এই ত্রাণ আমাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে, আমাদের নিজস্ব নেটওয়ার্ক দিয়ে বিতরণ করা হবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য। আমাদের কাছে এই বিলাসিতা নেই যে আমরা বলব, যদি মাত্র ৯টি ট্রাক আসে, তাহলে আমরা তা নেব না। তবে এই পরিমাণ ত্রাণ যে গাজার মানুষদের জন্য যথেষ্ট নয় তা স্পষ্ট। এটি আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানিয়েছি এবং আরও বেশি ত্রাণ ঢুকতে দেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি।’

গত ২ মার্চ থেকে গাজা ভূখন্ডকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনিতেই চারদিক থেকে ইসরায়েলি বাহিনী কর্তৃক অবরুদ্ধ হওয়ায় অঞ্চলটির বাসিন্দাদের খাবারসহ অন্য সবকিছুর জন্য ত্রাণের ওপরই নির্ভর করতে হয়। এমন পরিস্থিতিতে ত্রাণ প্রবেশে বাধার কারণে চরম দুর্ভিক্ষের মুখে পড়তে হয়েছে ফিলিস্তিনিদের। তার ওপর ‘এক্সটেনসিভ গ্রাউন্ড অপারেশন’ নাম দিয়ে গাজায় অভিযানের মাত্রা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী।

মূলত মিত্রদের চাপেই অভিযানের মাত্রা বাড়ানোর এই সময়ে ভূখন্ডটিতে ত্রাণ প্রবেশে অনুমতি দিতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার নেতানিয়াহু নিজেই জানিয়েছেন সে কথা। এর আগে বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, রোববার রাতে গাজায় স্বল্পপরিসরে খাবার প্রবেশের প্রস্তাবনা দিয়েছে সেনাবাহিনী। প্রস্তাবনা অনুযায়ী কিছু সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের পথ খুলে দেওয়া হবে।

গাজায় ইসরায়েলের বর্ধিত স্থল অভিযান বন্ধে সোচ্চার হয়েছে পশ্চিমা বেশ কয়েকটি দেশ। নতুন এই অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেন, ফ্রান্স ও কানাডার নেতারা। তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক জনগণের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এ ছাড়া, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টারও বিরোধিতা করি আমরা। প্রয়োজনে নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না।’

সোমবার ২২টি দাতা দেশও এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গাজায় অবিলম্বে পূর্ণমাত্রায় ত্রাণ প্রবেশ অনুমোদনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সীমিত সহায়তা পুনরায় শুরু হওয়ার কিছু ইঙ্গিত পেয়েছি। কিন্তু যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের জন্য তা যথেষ্ট নয়। জরুরি প্রয়োজনীয় সহায়তা অবশ্যই তাদের কাছে পৌঁছাতে হবে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।

এদিকে, ইসরায়েলের এক্সটেনসিভ গ্রাউন্ড অপারেশন বা বর্ধিত স্থল অভিযানে ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছে দেড় শতাধিক ফিলিস্তিনি।

আরও পড়ুন

তিন মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক

তিন মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক

দীর্ঘ ৩ মাস পর অবশেষে গাজায় ত্রাণ প্রবেশ করেছে। গতকাল সোমবার (১৯ মে) ভূথন্ডটিতে ত্রাণ নিয়ে প্রবেশ করে জাতিসংঘের ৯টি ট্রাক।

৫ ঘণ্টা আগে

ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের

ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের

ফিলিস্তিনের গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।

৭ ঘণ্টা আগে

‘বহি:শক্তির কাছে কখনো মাথা নত করবে না ইরান’

‘বহি:শক্তির কাছে কখনো মাথা নত করবে না ইরান’

ইরান কখনোই বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে এবং দেশটির নাগরিকেরাও পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপকার থেকে বঞ্চিত হবে না। এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

৭ ঘণ্টা আগে

এবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব ট্রাম্পের

এবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব ট্রাম্পের

বাণিজ্যে শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অভিবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছেন। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে হাউস বাজেট কমিটিতে অনুমোদিত আইনের আওতায় এই কর আরোপ করা হবে।

৭ ঘণ্টা আগে