logo
প্রবাসের খবর

সীমান্তে অভিবাসী ও শুল্ক ইস্যু নিয়ে কানাডার নতুন উদ্যোগ

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে২৬ জানুয়ারি ২০২৫
Copied!
সীমান্তে অভিবাসী ও শুল্ক ইস্যু নিয়ে কানাডার  নতুন উদ্যোগ
সীমান্তে অবৈধ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কানাডা কুইবেকে একটি নতুন ‘প্রসেসিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। ছবি: সংগৃহীত

সীমান্তে অবৈধ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কানাডা কুইবেকে একটি নতুন ‘প্রসেসিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে কুইবেকের সেন্ট-বার্নার্ড-ডি-লাকোলে এই সেন্টারটি স্থাপন করা  হবে। এটি একসঙ্গে ২০০ জন পর্যন্ত শরণার্থীর জন্য অপেক্ষা কক্ষ, খাবার বিতরণ এবং অন্য জরুরি সেবা প্রদান করবে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) জানিয়েছে, এটি কানাডা সরকারের আকস্মিক অভিবাসন স্রোত মোকাবিলার প্রস্তুতির অংশ।

সম্প্রতি কানাডায় অভিবাসনের হার কিছুটা কমলেও শীত মৌসুমে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার ফলে  অভিবাসন এবং মানবপাচার আবার বাড়ার সম্ভাবনা  নতুন করে বেড়েছে।

গত সপ্তাহে কানাডার ম্যানিটোবার এমারসন সীমান্ত এলাকায় মাইনাস ৩০ -৩৫  তাপমাত্রার মধ্যেও ৬ জন অভিবাসীকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। তারা জর্ডান, সুদান, চাদ ও মৌরিতানিয়া থেকে এসেছেন। শীতের পোশাক না থাকার কারণে ও অসুস্থ হওয়ার  চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভয়ে আমেরিকা থেকে হেঁটে হেঁটে কানাডা আসছিলেন।

এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৭ সালে ঘানার ২ নাগরিক আঙ্গুল হারায় এবং ২০২২ সালে এক ভারতীয় পরিবার সীমান্ত পাড়ি দিতে গিয়ে মারা যায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন এবং মাদক পাচার বন্ধে কানাডার প্রতি চাপ সৃষ্টি করে যাচ্ছেন। তিনি এ ইস্যুতে কানাডার ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

এই পরিস্থিতি মোকাবিলায় কানাডা সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে হেলিকপ্টার নজরদারি, ড্রোন ও উন্নত প্রযুক্তির ব্যাবহার। এ ছাড়া, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর পরই কানাডা তাদের বর্ডার গার্ডের জনবল বৃদ্ধি করেছে।

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের চাপ এবং অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ দুই দেশের মধ্যে একটি নতুন উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি করছে। শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শুল্ক দ্বন্দ্ব সামলানো এখন অটোয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

**প্রিয় পাঠক, বিডিজেন২৪-এ গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুখ–দুঃখের স্মৃতি, প্রবন্ধ, ফিচার, অনুষ্ঠান বা ঘটনার ভিডিও এবং ছবিসহ নানা বিষয়ের লেখা পাঠান। মেইল: [email protected]

আরও পড়ুন

মালয়েশিয়ায় গ্রেপ্তার জঙ্গিরা সিরিয়া ও বাংলাদেশের আইএস সেলগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল

মালয়েশিয়ায় গ্রেপ্তার জঙ্গিরা সিরিয়া ও বাংলাদেশের আইএস সেলগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল

মালয়েশিয়ায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া একটি বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) সেলগুলোকে অর্থ সহায়তা দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করছিল। আজ শুক্রবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

৪ ঘণ্টা আগে

গাজায় কার্যকর যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় হামাস

গাজায় কার্যকর যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় হামাস

যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় যুদ্ধের অবসান ঘটাবে—এমন নিশ্চয়তা চায় হামাস। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির ঘনিষ্ঠ একটি সূত্র।

৪ ঘণ্টা আগে

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।

২ দিন আগে