logo
প্রবাসের খবর

গাজায় বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, অনেক হতাহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ নভেম্বর ২০২৪
Copied!
গাজায় বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, অনেক হতাহত
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স কায়রো থেকে এ খবর দিয়েছে।

আজ রোববার (১৬ নভেম্বর) এই হামলা হয় বলে রয়টার্সকে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

হামলায় কতজন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জরুরি উদ্ধারকারী সংস্থা দ্য প্যালেস্টিনিয়ান সিভিল ইমারজেন্সি কর্তৃপক্ষ বলেছে, ওই ভবনে প্রায় ৭০ জন বাসিন্দা ছিল।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বক্তব্য জানা যায়নি।

গত মাসে বেইত লাহিয়া এবং পাশের শহর বেইত হানুন এবং জাবালিয়াতে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে এবং তারা যেন নতুন করে ঐক্যবদ্ধ হতে না পারে, তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, ওই তিন এলাকায় তাদের হামলায় কয়েক শ হামাস সদস্য নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি বাহিনী ওই এলাকাগুলোকে গাজা নগরী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রেখেছে।

আরও পড়ুন

এদিকে আজ রোববার ভোরে গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এ প্রাণহানির ঘটনা ঘটে। চিকিৎসাকর্মীরা বলেছেন, একটি বাড়ি লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের দাবি, গাজায় এখনো অনেকে জিম্মি আছেন। হামাসের হামলার জবাবে পর দিন থেকে গাজা ভূখন্ডে হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

আরও পড়ুন

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে ৪ হাজার ৮৫০ জন। এখনো নিখোঁজ রয়েছেন ২২০ জন।

৫ ঘণ্টা আগে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ইসলামি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে আগামী ৬ জুন, শুক্রবার। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চলতি সপ্তাহে প্রকাশিত জ্যোতির্বিদ্যাগত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্পের পাল্টা শুল্কে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

ট্রাম্পের পাল্টা শুল্কে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তার জেরে সবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাই।

১ দিন আগে

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, একদিনে নিহত ১১২

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, একদিনে নিহত ১১২

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ-যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজায় গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নিহত হয়েছে আরও ৩৩ জন, আহত আরও শতাধিক। সব মিলিয়ে বৃহস্পতিবার ভোরের হামলার পরবর্তী ২৪ ঘণ্টায় অন্তত ১১২ জন নিহত হয়েছে।

২ দিন আগে