logo
প্রবাসের খবর

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ জুন ২০২৫
Copied!
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ৬ ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’

এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।

এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়।

যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।

আরও পড়ুন

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

ঢাকা-কুয়েত রুটে সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে ৩–৪ গুণ

একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।

১ দিন আগে

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

আমি রোমান্টিক মানুষ, ভালোবাসায় আমার বিশ্বাস আছে: মালাইকা

মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।

১ দিন আগে

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

জিসিসিভুক্ত দেশের প্রবাসীদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভ্রমণ ভিসার সুযোগ

১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।

৩ দিন আগে

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মালয়েশিয়ার দায়রা আদালতে ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

৩ দিন আগে