
বিডিজেন ডেস্ক

কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।
সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ৬ ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’
এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।
এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়।
যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।

কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েল ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।
সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, যুদ্ধবিরতি প্রায় ৬ ঘণ্টার মধ্যে শুরু হবে এবং উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে। তাঁর ভাষায়, ‘২৪তম ঘণ্টার শেষে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে।’
এর আগে, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদের দিকে নিক্ষেপ করা হয়। দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে দেখা যায় ফ্লেয়ার ও আগুনের রেখা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্টকম-এর আওতায় পরিচালিত হয় এবং এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে ব্রিটিশ সেনারাও পালাক্রমে দায়িত্ব পালন করে। ট্রাম্প গত ১৭ মে এই ঘাঁটি পরিদর্শন করেন—২০০৩ সালের পর এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সেটিই ছিল প্রথম সফর।
এই যুদ্ধবিরতির প্রক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী সরাসরি মধ্যস্থতা করেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি দিতে রাজি করানো হয়।
যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক ও রাশিয়া। তেলবাজারে স্থিতি ফিরতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও ইতিবাচক সাড়া দেখা গেছে।
তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না। তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।’ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়”
গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশির ভাগ গুলিতে প্রাণ হারিয়েছে।

গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
২ দিন আগে
বিবিসি বলছে, ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এসব আগুনে ৩ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়। রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস। তার আগের দিন কর্তৃপক্ষ ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করে।
২ দিন আগে