
সহিদুল আলম স্বপন

কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় আমার দিনগুলো,
ঘড়ির কাঁটা চোখ বেঁধে হাঁটে,
সময় আর আমি মুখোমুখি হয়ে
একে অপরকে চিনতে পারি না।
শহরের আলো ঝাপসা হয়ে আসে,
স্বপ্নগুলোও ঠিকানা ভুলে যায়,
আমি দাঁড়িয়ে থাকি এক অদৃশ্য মোড়ে
যেখানে অতীত আর ভবিষ্যৎ
একই কুয়াশায় ঢাকা।
কিছু না বলা শব্দ জমে থাকে বুকে,
হিমেল নিঃশ্বাসে জমাট বাঁধে প্রশ্ন,
আমি হাত বাড়াই নিশ্চিত দিনের দিকে—
কিন্তু আঙুলে ধরা পড়ে শুধু অনিশ্চয়তা।
তবু এই কুয়াশার বুক চিরেই
কোথাও একটা আলো জন্ম নেয়,
আমি জানি না সে সূর্য না মানুষ,
শুধু জানি—
আমার সময় একদিন নিজেকেই চিনে নেবে।
*সহিদুল আলম স্বপন , জেনেভা, সুইজারল্যান্ড

কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় আমার দিনগুলো,
ঘড়ির কাঁটা চোখ বেঁধে হাঁটে,
সময় আর আমি মুখোমুখি হয়ে
একে অপরকে চিনতে পারি না।
শহরের আলো ঝাপসা হয়ে আসে,
স্বপ্নগুলোও ঠিকানা ভুলে যায়,
আমি দাঁড়িয়ে থাকি এক অদৃশ্য মোড়ে
যেখানে অতীত আর ভবিষ্যৎ
একই কুয়াশায় ঢাকা।
কিছু না বলা শব্দ জমে থাকে বুকে,
হিমেল নিঃশ্বাসে জমাট বাঁধে প্রশ্ন,
আমি হাত বাড়াই নিশ্চিত দিনের দিকে—
কিন্তু আঙুলে ধরা পড়ে শুধু অনিশ্চয়তা।
তবু এই কুয়াশার বুক চিরেই
কোথাও একটা আলো জন্ম নেয়,
আমি জানি না সে সূর্য না মানুষ,
শুধু জানি—
আমার সময় একদিন নিজেকেই চিনে নেবে।
*সহিদুল আলম স্বপন , জেনেভা, সুইজারল্যান্ড
বাংলাদেশেরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশের মাটিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে, যা অনেকেরই অজানা। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ স্কুল মাস্কাট। এটি ইংরেজি মাধ্যম অ্যাডেক্সসেল কারিকুলামের অধীনে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ওমানের রাজধানী মাস্কাটের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুল।
কিছু না বলা শব্দ জমে থাকে বুকে,/ হিমেল নিঃশ্বাসে জমাট বাঁধে প্রশ্ন,/ আমি হাত বাড়াই নিশ্চিত দিনের দিকে—/ কিন্তু আঙুলে ধরা পড়ে শুধু অনিশ্চয়তা।
ন্যায়ের পথে হাঁটাই ইতিহাসে স্থায়ী হওয়ার একমাত্র উপায়। ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারেন, দেহ থেমে যেতে পারে, কিন্তু আদর্শ টিকে থাকে। জননীতি সেই আদর্শেরই নাম, যেখানে ক্ষমতার চেয়ে মানুষের মর্যাদা বড়, আর ভোটের চেয়েও সম্মান মূল্যবান।
সাহিত্য কর্ম আর সমাজ সংস্কারক তাকে পরিণত বয়সে তার স্বামী দেখে যেতে পারেননি। কত আনন্দিতই না তিনি হতেন। আসলে নারী বা পুরুষ অনেকে অপরের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নন, এটা যত তাড়াতাড়ি সবাই বোঝেন ততই ভালো।