logo
মতামত

সেলফ ডিফেন্স

শরীফুল আলম, যুক্তরাষ্ট্র
শরীফুল আলম, যুক্তরাষ্ট্র২ দিন আগে
Copied!
সেলফ ডিফেন্স
প্রতীকী ছবি: ফ্রিপিক

জীবনটা আরও একটু বেশি সহজ হয়ে যায় যদি একটা ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া যায়। তেমন সঙ্গী পেলে প্রশ্নের উত্তর খোঁজার তাড়না তখন আর থাকে না। শেষ বয়সে মানুষের রূপের, অর্থের কোনো চাহিদা কিংবা অহংকার থাকে না। তখন শুধু পাশে থাকা মানুষটার দিকে তাকিয়েই বাকি জীবন পার করে দেওয়া যায়।

পৃথিবীতে হাজার সম্পর্কের ভিড়ে কিছু সম্পর্ক থাকে স্বীকৃত। আবার কিছু সম্পর্ক থাকে অস্বীকৃত। আবার দেখুন পৃথিবীর আনন্দময় জিনিসগুলো ফ্রিতে কিংবা মাগনা পাওয়া যায়। যেমন জোছনা, বৃষ্টির নাচন, ফুলের সুবাস, নদীর কুলকুল ধ্বনি, ঝরনার ধ্বনি, ময়ূরের পেখম নৃত্য। অথচ আমরা এশিয়ানরাই জীবনের নিশ্চয়তা নিয়ে বেশি ভাবি।

আফ্রিকানরা জীবনের অনিশ্চয়তা নিয়ে মোটেই ভাবে না। একবেলা খেতে পারলেই তারা নাচে। ব্যস্ততা আর দায়িত্ব সামলাতে সামলাতেই আমরা ফুরিয়ে যাই। আনন্দ করব কখন? আর প্রজননের কথা কী বলি! আমরা মানুষদেরই প্রজননের কোনো মৌসুম নেই। বাকি সব প্রাণীর তা আছে। কুকুরের জন্য ভাদ্র মাস, ইলিশের জন্য অক্টোবর–নভেম্বর, গণ্ডারের জন্য গ্রীষ্মকাল, হাতির জন্য শীতকাল।

এটাই বাস্তবতা। তবে বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না। আবার সুন্দর গল্পেও কখনো কখনো বাস্তবতার মিল নাও থাকতে পারে। যেমন ফুলের কৌশল। ফুলেরাও কৌশল জানে। যখন মৌমাছি কিংবা ভ্রমরা ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার গায়ে বসে, তখন সে কৌশলে তার রেনু মাখিয়ে দেয়, ফলে অন্য ফুল পোয়াতি হয়।

যা হোক কেউ মরতে চাইলে অল্প বিষেও মরা যায়। তবে বাঁচতে হলে অনেক বিষ হজম করতে হয়। তাই ভুল সম্পর্ককে যত তাড়াতাড়ি গুডবাই জানাতে পারবেন ততই আপনার জন্য ভালো। আমি ব্যক্তিগতভাবে অত্যান্ত ভদ্র এবং বিনয়ী মানুষ। আমি চাই আমি যেমন অন্যের সঙ্গে ভদ্র ও বিনয় ব্যবহার করব অন্যেরাও ঠিক আমার সঙ্গে তেমনি ব্যবহার করুক। আর তা না হলে আমি নিজে নিজেই সেলফ স্টার্ট নেওয়া মানুষ, অন্যকে আমার মোটেও দরকার নেই।

*শরীফুল আলম: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ([email protected])

আরও পড়ুন

সমালোচনার আগে আত্মসমালোচনা

সমালোচনার আগে আত্মসমালোচনা

যদি একটি জাতির খারাপ হতে ৫৪ বছর লাগে, তাহলে এক বছরে কীভাবে ভালো হওয়া সম্ভব? যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত, সৎ, সুশিক্ষিত, ন্যায়পরায়ণ ও সৃজনশীল হতে চায়, তবে সেটা কি মাত্র এক বছরের মধ্যে সম্ভব?

২ দিন আগে

সেলফ ডিফেন্স

সেলফ ডিফেন্স

পৃথিবীতে হাজার সম্পর্কের ভিড়ে কিছু সম্পর্ক থাকে স্বীকৃত। আবার কিছু সম্পর্ক থাকে অস্বীকৃত। আবার দেখুন পৃথিবীর আনন্দময় জিনিসগুলো ফ্রিতে কিংবা মাগনা পাওয়া যায়। যেমন জোছনা, বৃষ্টির নাচন, ফুলের সুবাস, নদীর কুলকুল ধ্বনি, ঝরনার ধ্বনি, ময়ূরের পেখম নৃত্য। অথচ আমরা এশিয়ানরাই জীবনের নিশ্চয়তা নিয়ে বেশি ভাবি।

২ দিন আগে

সম্মানই মধ্যবিত্তের সবচেয়ে বড় সম্পদ

সম্মানই মধ্যবিত্তের সবচেয়ে বড় সম্পদ

মধ্যবিত্ত শ্রেণির অধিকাংশ মানুষ সামাজিক ও নৈতিক মূল্যবোধে দৃঢ়। তারা হয়তো প্রতিদিন সমাজের অন্যায়, অনিয়ম, দুর্নীতি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এখনো তারা সেই অনিয়মের অংশ হতে চায় না। এটাই তাদের সম্মানের জায়গা।

৯ দিন আগে

ওয়াশিংটনে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা: ভূখণ্ড লেনদেনের বিপদ

ওয়াশিংটনে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা: ভূখণ্ড লেনদেনের বিপদ

আলোচনার কেন্দ্রীয় বিষয় ছিল ভূখণ্ড লেনদেনের সম্ভাবনা, বিশেষ করে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রাশিয়াকে হস্তান্তর। শান্তি ও যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা হিসেবে এর উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু এই ধরনের ভূখণ্ড লেনদেনের পরিণতি গভীরভাবে মূল্যায়ন করা আবশ্যক।

১১ দিন আগে