
শরীফুল আলম

আত্মহত্যা স্থগিত রেখে আমি তোমার কাছে এলাম
আমি ঈশ্বরের কাছ থেকে মানুষের জন্য সাথে করে কিছু
বার্তাও নিয়ে এলাম
তোমারা চাইলে আমি তা কুকুর, শিয়াল, শকুন কিম্বা
মানুষের ভাষায় অনুবাদ করে তোমাদের শোনাতে পারি,
তোমরা চাইলে হাইব্রিড গরু, ছাগল কিম্বা শুয়োরের
ভাষায়ও আমি তা অনুবাদ করে শোনাতে পারি
অর্থাৎ যুদ্ধ ছাড়া এই দুনিয়ায় আর কোনো বিনোদন নেই,
মাঝে মাঝে ভাবি
আমি কি তাহলে পিরামিড?
কিম্বা উল্টোপথে হাঁটা মানুষ?
পানকৌড়ি ভাসা নদীর কথা আমি কি করে ভুলি?
তবে কি তাই এই বুকে কবির সুমনের গান বাজে?
"হাল ছেড়ো না বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে"
আর আমি বলি—সন্ধ্যা লোপাট হয় হোক
তবুও প্রত্যাশা ছেড়ো না
সব প্রণয়কে তো আর প্রেম বলে না,
যা কিছু তুমি আগলে রেখেছ
তাতো কেউ না কেউ তা তো ছোঁবেই
মেঘ ঝরে গেলে আকাশও ওকথা মনে রাখে না
মানুষও হয়ে ওঠে আবার চাঁদের অবিকল
শুধু থেকে যায় ছুঁয়ে থাকা গন্ধ—বিজয় উল্লাস
যেখানে একটু আগেও ভয়ানক বন্দি ছিলাম দুজনে
যেখানে মরে গিয়েও মানুষ বাঁচতে শিখে।
রাত পোহালেই রূপালি ভোর
মানুষের বীজ আর মানুষ চেনে না
তবুও মানুষের হাঁটুজল পেরোতেই ডিঙ্গি লাগে।
বন্ধু,
অদৃশ্য আড়ালে বড় অচল সময়ে এসেছ তুমি,
আমি তোমার মনের কিনার ধরে হেঁটে যাই
কত ভুল চুক ভাবি
দিন ফুরালে রাত্রি পাব তো?
রংধনুর কত লুটোপুটি।
*শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইমেইল: [email protected]

আত্মহত্যা স্থগিত রেখে আমি তোমার কাছে এলাম
আমি ঈশ্বরের কাছ থেকে মানুষের জন্য সাথে করে কিছু
বার্তাও নিয়ে এলাম
তোমারা চাইলে আমি তা কুকুর, শিয়াল, শকুন কিম্বা
মানুষের ভাষায় অনুবাদ করে তোমাদের শোনাতে পারি,
তোমরা চাইলে হাইব্রিড গরু, ছাগল কিম্বা শুয়োরের
ভাষায়ও আমি তা অনুবাদ করে শোনাতে পারি
অর্থাৎ যুদ্ধ ছাড়া এই দুনিয়ায় আর কোনো বিনোদন নেই,
মাঝে মাঝে ভাবি
আমি কি তাহলে পিরামিড?
কিম্বা উল্টোপথে হাঁটা মানুষ?
পানকৌড়ি ভাসা নদীর কথা আমি কি করে ভুলি?
তবে কি তাই এই বুকে কবির সুমনের গান বাজে?
"হাল ছেড়ো না বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে"
আর আমি বলি—সন্ধ্যা লোপাট হয় হোক
তবুও প্রত্যাশা ছেড়ো না
সব প্রণয়কে তো আর প্রেম বলে না,
যা কিছু তুমি আগলে রেখেছ
তাতো কেউ না কেউ তা তো ছোঁবেই
মেঘ ঝরে গেলে আকাশও ওকথা মনে রাখে না
মানুষও হয়ে ওঠে আবার চাঁদের অবিকল
শুধু থেকে যায় ছুঁয়ে থাকা গন্ধ—বিজয় উল্লাস
যেখানে একটু আগেও ভয়ানক বন্দি ছিলাম দুজনে
যেখানে মরে গিয়েও মানুষ বাঁচতে শিখে।
রাত পোহালেই রূপালি ভোর
মানুষের বীজ আর মানুষ চেনে না
তবুও মানুষের হাঁটুজল পেরোতেই ডিঙ্গি লাগে।
বন্ধু,
অদৃশ্য আড়ালে বড় অচল সময়ে এসেছ তুমি,
আমি তোমার মনের কিনার ধরে হেঁটে যাই
কত ভুল চুক ভাবি
দিন ফুরালে রাত্রি পাব তো?
রংধনুর কত লুটোপুটি।
*শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইমেইল: [email protected]
রাত পোহালেই রূপালি ভোর/ মানুষের বীজ আর মানুষ চেনে না/ তবুও মানুষের হাঁটুজল পেরোতেই ডিঙ্গি লাগে।
ভেনেজুয়েলার অভিজ্ঞতা এবং বাংলাদেশের বাস্তবতা আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয়—আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধুত্ব নয়, স্বার্থই স্থায়ী। তাই ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার বদলে রাষ্ট্রকেন্দ্রিক কৌশল গড়ে তোলাই ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি।
একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, চুক্তিবদ্ধ ক্রিকেটার যদি রাজনৈতিক বাস্তবতার কারণে একটি লিগে খেলতে না পারেন, তাহলে সেই লিগের নিরপেক্ষতা নিয়েই স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়। আরও বড় প্রশ্ন হলো—যদি একজন খেলোয়াড়ই নিরাপদ না হন, তবে ভবিষ্যতে অন্য দেশের দল বা খেলোয়াড়রা কতটা আস্থা নিয়ে সেখানে খেলতে যাবেন?
অমবস্যা কিম্বা পূর্ণিমার চাঁদ/ যেমন তোলে সমুদ্রের বুক কাঁপিয়ে জোয়ার ভাটা/ তেমনি তুমিও তোল আমার বুকে/ বহুদিন জলশূন্য নদী

একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, চুক্তিবদ্ধ ক্রিকেটার যদি রাজনৈতিক বাস্তবতার কারণে একটি লিগে খেলতে না পারেন, তাহলে সেই লিগের নিরপেক্ষতা নিয়েই স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়। আরও বড় প্রশ্ন হলো—যদি একজন খেলোয়াড়ই নিরাপদ না হন, তবে ভবিষ্যতে অন্য দেশের দল বা খেলোয়াড়রা কতটা আস্থা নিয়ে সেখানে খেলতে যাবেন?
৪ দিন আগে