logo
খবর

স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক, বিডিজেন৮ ঘণ্টা আগে
Copied!
স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর সঙ্গে যুক্ত আছে মৌসুমি বায়ু। এতে দেশের ২ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে আজ। ২ বিভাগের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলের মধ্যে নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজ মঙ্গলবার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

প্রায় ৩ দিন তাপপ্রবাহের পর গতকাল সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর কারণ সাগরের লঘুচাপ সৃষ্টি হয়। গতকাল বিকেলের দিকে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়। এ সময় দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হয়। এর মধ্যে যশোরে সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। রাজধানী ঢাকাতেও গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, স্থল নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের দিকে অবস্থান করছে। আর এর প্রভাবে বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আজ আবহাওয়া অধিদপ্তর এই ২ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছে। সেখানে বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই ২ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হয় তবে তা ভারী বৃষ্টি। আর ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতিভারী বৃষ্টি।

তবে আজ বিকেলের দিকেই এই স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর ফলে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে আসতে পারে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসার সম্ভাবনা থাকলেও তা একেবারে কমে যাবে না। আগামী শুক্রবার পর্যন্ত মোটামুটি বৃষ্টি হবে। তবে আগামী শনিবার থেকে পরের অন্তত তিন দিন বৃষ্টি কমে যেতে পারে। এরপর আবার বৃষ্টি হতে পারে।

আজ রাজধানীতে সকালে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টি ছিল। ওমর ফারুক বলেছেন, খুলনা ও রাজশাহীর অতিবৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকাতেও আজ আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও পড়ুন

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা হবে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সম্মিলিত ব্যর্থতা। এই ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। তাই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

৫ ঘণ্টা আগে

ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ প্রবাসী, আরও ৫ দেশে নিবন্ধন শুরু

ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ প্রবাসী, আরও ৫ দেশে নিবন্ধন শুরু

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এ পর্যন্ত ৯টি দেশে ৪৮ হাজার ৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৯ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন ভোটার হয়েছেন।

৫ ঘণ্টা আগে

ফেনীর বন্যায় ১৪৬ কোটি টাকার ক্ষতি, এখনো পানিবন্দী সাত হাজার পরিবার

ফেনীর বন্যায় ১৪৬ কোটি টাকার ক্ষতি, এখনো পানিবন্দী সাত হাজার পরিবার

ফেনীতে এবারের বন্যায় প্রায় ১৪৬ কোটি ৪৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, গ্রামীণ সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামো মিলিয়ে এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো। তবে ক্ষতির এ পরিমাণ চূড়ান্ত নয়।

৮ ঘণ্টা আগে

স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর সঙ্গে যুক্ত আছে মৌসুমি বায়ু। এতে দেশের ২ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে আজ। ২ বিভাগের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা আছে।

৮ ঘণ্টা আগে