logo
খবর

স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক, বিডিজেন১৫ জুলাই ২০২৫
Copied!
স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর সঙ্গে যুক্ত আছে মৌসুমি বায়ু। এতে দেশের ২ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে আজ। ২ বিভাগের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলের মধ্যে নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজ মঙ্গলবার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

প্রায় ৩ দিন তাপপ্রবাহের পর গতকাল সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর কারণ সাগরের লঘুচাপ সৃষ্টি হয়। গতকাল বিকেলের দিকে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়। এ সময় দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হয়। এর মধ্যে যশোরে সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। রাজধানী ঢাকাতেও গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, স্থল নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের দিকে অবস্থান করছে। আর এর প্রভাবে বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আজ আবহাওয়া অধিদপ্তর এই ২ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছে। সেখানে বলা হয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই ২ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হয় তবে তা ভারী বৃষ্টি। আর ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতিভারী বৃষ্টি।

তবে আজ বিকেলের দিকেই এই স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর ফলে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে আসতে পারে বলে জানান ওমর ফারুক। তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসার সম্ভাবনা থাকলেও তা একেবারে কমে যাবে না। আগামী শুক্রবার পর্যন্ত মোটামুটি বৃষ্টি হবে। তবে আগামী শনিবার থেকে পরের অন্তত তিন দিন বৃষ্টি কমে যেতে পারে। এরপর আবার বৃষ্টি হতে পারে।

আজ রাজধানীতে সকালে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টি ছিল। ওমর ফারুক বলেছেন, খুলনা ও রাজশাহীর অতিবৃষ্টির প্রভাবে রাজধানী ঢাকাতেও আজ আরও বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও দেখুন

‘নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য’

‘নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য’

বক্তারা জানান, নিরাপদ অভিবাসন পথ তৈরি এবং শক্তিশালী অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য। বৈশ্বিক ফোরামগুলোও এখন অভিবাসন শাসনব্যবস্থায় যুব অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। সারা বিশ্বে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন তরুণের দৃষ্টিভঙ্গি অভিবাসন নীতি ও আখ্যানকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে।

৯ ঘণ্টা আগে

বাংলাদেশি হজযাত্রীদের ২০ শতাংশকে মদিনা দিয়ে যেতে হবে

বাংলাদেশি হজযাত্রীদের ২০ শতাংশকে মদিনা দিয়ে যেতে হবে

সৌদি আরবের সঙ্গে হওয়া হজ চুক্তি অনুযায়ী আগামী বছর হজে মদিনা দিয়ে ২০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী গমন এবং ৩০ শতাংশ হজযাত্রীকে ফিরতে হবে।

১১ ঘণ্টা আগে

সিলেট অঞ্চলে বুধবার মধ্যরাতে দুবার ভূমিকম্প

সিলেট অঞ্চলে বুধবার মধ্যরাতে দুবার ভূমিকম্প

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরির তথ্যমতে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। পরের ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল বিয়ানীবাজারের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

১৪ ঘণ্টা আগে

কর্মরত অবস্থায় আটক করে জেলে, তারপর দেশে পাঠানো হয়েছে: অভিযোগ জর্ডান ফেরত নারী গামেন্টস কর্মীর

কর্মরত অবস্থায় আটক করে জেলে, তারপর দেশে পাঠানো হয়েছে: অভিযোগ জর্ডান ফেরত নারী গামেন্টস কর্মীর

জান্নাতুন বলেন, ‘‘এক কাপড়ে ছিলাম সেটা পরেই আসতে হয়েছে। কোম্পানি থেকে শেষ মাসের বেতন পাব, সেটাও পাইনি। আমাদের জামা–কাপড়সহ প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র ছিল, কিন্তু কিছুই নিয়ে আসতে পারিনি।

৩ দিন আগে