logo
সুপ্রবাস

সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার নতুন কমিটি

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৯ জানুয়ারি ২০২৫
Copied!
সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার  নতুন কমিটি
সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা। ছবি: রফিক আহমদ খান

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে পিঠাঘর রেস্টুরেন্টের হলঘরে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন সেলিম। সঞ্চালনা করেন এবাদুর রহমান চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. আবুল বাশার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. নাজমুল হক ও রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক
মাসুদ কামাল।

সভায় সিলেটি প্রবাসীদের উদ্দেশে প্রধান অতিথি ড. আবুল বাশার ভূইয়া বলেন, “সিলেটের মানুষ রাজনীতি বোঝে না, আমাদের গ্রামে (সিলেটে) রাজনৈতিক সংঘর্ষ নেই। অন্য কোনো কারণে সংঘর্ষ হতে পারে, মারামারি হতে পারে। কিন্তু রাজনৈতিক কারণে নয়। আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র কামরান ভাই মারা গেলে তাঁর লাশ গ্রহণ করেছিলেন সাবেক মেয়র বিএনপি নেতা আরিফুল। এটাই সিলেটের ঐতিহ্য। আপনারা প্রবাসেও মিলেমিশে থেকে সেই ঐতিহ্য রক্ষা করবেন।”

তিনি আরও বলেন, “আমরা প্রবাসে সততার সাথে রিজিক খুঁজব এবং দেশের কল্যাণে কাজ করব। সিলেটের সন্তান হিসেবে আমাদের সুনাম আছে। আমরা যেন কোনো দুর্নামের সাথে না জড়াই।”

1000021012

সাংবাদিক মাসুদ কামাল তাঁর বক্তক্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “আমি জানি, প্রবাসীরা দেশের জন্য এতো আন্তরিক, তা কল্পনা করা যায় না। জুলাই-আগস্টের আন্দোলনের সময় রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখে এবং নানাভাবে সমর্থন জানিয়ে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রবাসীরাসহ দেশের মানুষ অনেক ত্যাগ করেছেন। তাদের ত্যাগ বিফলে যেতে পারে না।”

তিনি বলেন, আমরা সবাই মিলে অগ্রসর হলে ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন পাব। যদি ভালো নির্বাচন হয় আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা নিশ্চয় শিক্ষা নিয়ে আসবে। তারা জানবে আমরা যদি অন্যায় করি, আমরা যদি নিজের মতো করে চলার চেষ্টা করি, এই মানুষ যেহেতু হাসিনাকে সরিয়ে দিয়েছে তারা আমাদেরও সরিয়ে দিবে। এই ইতিহাস যদি মনে থাকে তাহলে আমরা একটি ভালো দেশ পাব।”

মাসুদ কামাল আরও বলেন, “আমাদের দেশের মানুষ খুবই ভালো মনের মানুষ। সাধারণ মানুষদের মধ্যে কোনো ঝামেলা নেই। গুটিকয়েক দুর্নীতিবাজদের কারণে সমস্যা হয়। দেশ যদি ঠিক মতো চলে তাহলে বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নেই। আমি গত কয়েক দিন সিঙ্গাপুরে ছিলাম, সেখানে একটা পেনাডলের দাম ১ ডলার, আর আমরা বাংলাদেশে ১টা প্যারাসিটামল কিনি ৭৫ পয়সা দিয়ে। আসলে বাংলাদেশ একটা বেহেশত, কিছু ইবলিশ এটাকে দোজখ বানাতে চায়। আমরা যদি এই ইবলিশগুলোকে দূর করতে পারি, তাহলে এতো আরামের দেশ আর নাই।”

1000021006

সভায় আরও বক্তব্য দেন মো. আক্তার মিয়া, শাহদাৎ খান রাসেল, মো. শেখ আজিজুর রহমান রুহেল, মো. নুর মিয়া, ফয়েজ উদ্দিন, উজ্জ্বল হোসেন, তালুকদার মো. মকবুল, আমির হামযা, অলি আহমদ সানি, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, রুহুল আমিন, মাহবুবুর রহমান রাহি, মোস্তফা কামাল, নজরুল ইসলাম নাহিদ ও জয়নাল আহমদ।

পরে সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার নতুন কার্যকরী কমিটির (২০২৫-২০২৬) নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ফয়েজ উদ্দিন সভাপতি, জাকারিয়া আহমদ সিনিয়র সহসভাপতি, এনাম উদ্দিন এনাম ও উজ্জ্বল হোসাইন সহসভাপতি, এবাদুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক, এম জে কাওসার ও তালুকদার মোহাম্মদ মকবুল সহসাধারণ সম্পাদক, আমির হামযা সাংগঠনিক সম্পাদক, ওয়াজিদ উল্লাহ সহসাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান মিথুন অর্থ সম্পাদক, মাহমুদুল হাসান সুমন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাহবুবুর রহমান রাহি সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, অলি আহমদ সানি দপ্তর সম্পাদক, আজমল হোসেন জোনাক সহদপ্তর সম্পাদক, মোহাম্মদ মোস্তফা ধর্মবিষয়ক সম্পাদক, ইকবাল হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রুহুল আমিন প্রবাসীকল্যাণ সম্পাদক, মো. শহীদুল ইসলাম আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং নজরুল ইসলাম নাহিদ, জয়নাল আহমদ, তরিকুল ইসলাম, শাহাদাৎ খান রাসেল কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠান উপলক্ষে অলি আহমদ সানির সম্পাদনায় 'রিজিকে প্রবাস অন্তরে স্বদেশ' নামে একটি স্মৃতি স্মারক প্রকাশিত হয়েছে।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৩ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৩ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১০ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১১ দিন আগে