logo
সুপ্রবাস

সিডনিতে বুয়েটিয়ানদের গালা নাইট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ নভেম্বর ২০২৪
Copied!
সিডনিতে বুয়েটিয়ানদের গালা নাইট
মিলনমেলায় উপস্থিতির একাংশ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলেসের রাজধানী সিডনিতে হয়ে গেল দেশটিতে বসবাসরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তনদের মিলনমেলা ও গালা নাইট ২০২৪।

সম্প্রতি সিডনির ব্যাংকসটাউনের একটি ফাংশন সেন্টারে সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সপরিবার তিন শতাধিক প্রাক্তন বুয়েটিয়ান অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইয়ামিন রাজীব দায়িত্ব পান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনও করা হয়। গান, নাচ ও নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত সবাই।

বুয়েটিয়ানদের গালা নাইট উপলক্ষে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়।

সবশেষে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে আয়োজক সংগঠন বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

সিডনির মিন্টোতে নতুন রূপে কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে নতুন রূপে কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির মিন্টোতে নতুন রূপে সাজানো বাংলাদেশি মালিকানাধীন কেমিস্ট ডিসকাউন্ট সেন্টারের কার্যক্রম আবার শুরু হয়েছে।

২ দিন আগে

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা সভা

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা সভা

সভায় নির্বাচনের প্রস্তুতি, কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কমিউনিটির ঐক্য ও সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

৩ দিন আগে

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে। দশ বছর পূর্তিতে এইচবিডি সার্ভিসেসের অবদানকে স্বীকৃতি দেওয়ায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অংশীদারত্বের নতুন অধ্যায় সূচনা করেছে।

৩ দিন আগে

সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালে আনন্দঘন মিলনমেলা

সিডনিতে রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালে আনন্দঘন মিলনমেলা

এতে অন্তর্ভুক্ত ছিল জনপ্রিয় বেশ কিছু খেলা—ক্যারম, লুডু, ডার্ট, দাবা, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবল। প্রতিটি ইভেন্টে ছিল অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, প্রতিযোগিতার উত্তেজনা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। খেলোয়াড়দের দক্ষতা ও স্পোর্টসম্যানশিপ দর্শকদের মুগ্ধ করেছে প্রতিটি ম্যাচে।

৩ দিন আগে