logo
সুপ্রবাস

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের ইফতার

হাবিবুর রহমান, ওমান২৯ মার্চ ২০২৫
Copied!
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের ইফতার

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাজধানী মাস্কাটের আল-ফালাজ ৪ স্টার হোটেলে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক শ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা উইংয়ের সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের প্রথম সচিব (শ্রম উইং) আসাদুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান রয়েল পুলিশের কর্নেল নাসের বিন মনসুর আল সালতি।

এ ছাড়া, উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, সিআইপি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এম এন আমিনসহ অন্য নেতারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ আমিনুল ইসলাম। ইফতার কমিটির আহ্বায়ক ছিলেন আব্দুল মাতিন।

এতে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় বাংলাদেশ সরকারের সিআইপি পদকে ভূষিত প্রকৌশলী শাহআলী এবং ব্যবসায়ী তৌফিক পলাশকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া, স্টার লাইফ ও স্টার গোল্ড কোম্পানির ওমান কান্ট্রি ম্যানেজার এবং উইংয়ের যুগ্ম সম্পাদক জাকির হোসেন তার কোম্পানির পক্ষ থেকে অতিথিদের ঈদ উপহার প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান অতিথিদের ধন্যবাদ জানান। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাবুবুর রহমান।

আরও পড়ুন

আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রেমিট্যান্সযোদ্ধা দিবস ও জুলাই বিয়ন্ড বর্ডার্স উদ্‌যাপন করা হয়েছে।

২ দিন আগে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে প্রতিবাদ সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে প্রতিবাদ সভা

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।

২ দিন আগে

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কালচারাল নাইট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় লি কাদরি বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

২ দিন আগে

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা এক অনুষ্ঠান আয়োজন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে।

২ দিন আগে