logo
সুপ্রবাস

প্যারিসে স্রোতের আয়োজনে বিজয়ের কবিতাপাঠ

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
প্যারিসে স্রোতের আয়োজনে বিজয়ের কবিতাপাঠ
বিজয়ের কবিতাপাঠ অনুষ্ঠান

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সের রাজথানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে- ‘বিজয়ের কবিতাপাঠ’ অনুষ্ঠান।

স্থানীয় সময় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোটোকাগজ 'স্রোত'। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

WhatsApp Image 2024-12-27 at 00.29.41

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন- ‘স্রোত' সম্পাদক কবি বদরুজ্জামান জামান,  কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন‌, কবি সোহেল আহমেদ এবং ইসরাত ফ্লোরা।

বিশিষ্ট কবিদের লেখা জনপ্রিয় কবিতা থেকে পাঠ করেন- আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল,  খালেদুর রহমান সাগর, কবি নজরুল একাডেমী ফ্রান্সের সদস্য মইনুল হক, শিশুশিল্পী রামিসা বাতুল এবং কবিতা নিয়ে চমৎকার একক পরিবেশনা ছিল আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিনের।

WhatsApp Image 2024-12-27 at 00.31.40

এ ছাড়াও অনুষ্ঠানে ‘স্বাধীনতা তুমি’  কবিতার বাংলাসহ ইতালিয়ান ভাষায় স্ব–অনুবাদ পাঠ করেন- জিয়াউর রহমানের হৃদয়, ফরাসি ভাষার স্ব–অনুবাদ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান।

মহান মুক্তিযুদ্ধ ও  বিজয় দিবস নিয়ে একক আলোচনা করেন মুক্তিযোদ্ধা সন্তান বিশিষ্ট সংগীতশিল্পী আরিফ রানা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করেন- সংগীত শিল্পী আরিফ রানা ও কুমকুম সাঈদা।

WhatsApp Image 2024-12-26 at 21.00.01

উপস্থিত ছিলেন সেইফ ড্রাইভ অটো স্কুলের পরিচালক মোহাম্মদ আহমেদ সেলিম, সাংবাদিক রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম, সুমন আহমেদ প্রমুখ।

সঞ্চালনা করেন বদরুজ্জামান জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আহমেদ সেলিম।

অনুষ্ঠান শেষে বিজয়ের কেক কাটা এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

আরও পড়ুন

উদীচী শিল্পীগোষ্ঠীর মন্ট্রিয়েল শাখার নতুন কমিটি

উদীচী শিল্পীগোষ্ঠীর মন্ট্রিয়েল শাখার নতুন কমিটি

উদীচী শিল্পীগোষ্ঠীর মন্ট্রিয়েল শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শিক্ষাবিদ সৈয়দ সাখাওয়াত হোসেইন সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শর্মিলা ধর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২ দিন আগে

কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা

কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা

কুয়েতে দিন দিন বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশি প্রকৌশলীরা। বাংলাদেশ সরকারের প্রতি কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

২ দিন আগে

কুটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

কুটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

কুয়েত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং তারণ্যের উৎসব উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও ইউএন-হ্যাবিট্যাটের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন রিসোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল খাতিম ফার্ম এরিয়াতে বাংলাদেশি মালিকানাধীন একটি রিসোর্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

৫ দিন আগে