logo
সুপ্রবাস

প্যারিসে স্রোতের আয়োজনে বিজয়ের কবিতাপাঠ

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
প্যারিসে স্রোতের আয়োজনে বিজয়ের কবিতাপাঠ
বিজয়ের কবিতাপাঠ অনুষ্ঠান

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সের রাজথানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে- ‘বিজয়ের কবিতাপাঠ’ অনুষ্ঠান।

স্থানীয় সময় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোটোকাগজ 'স্রোত'। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

WhatsApp Image 2024-12-27 at 00.29.41

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন- ‘স্রোত' সম্পাদক কবি বদরুজ্জামান জামান,  কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন‌, কবি সোহেল আহমেদ এবং ইসরাত ফ্লোরা।

বিশিষ্ট কবিদের লেখা জনপ্রিয় কবিতা থেকে পাঠ করেন- আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল,  খালেদুর রহমান সাগর, কবি নজরুল একাডেমী ফ্রান্সের সদস্য মইনুল হক, শিশুশিল্পী রামিসা বাতুল এবং কবিতা নিয়ে চমৎকার একক পরিবেশনা ছিল আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিনের।

WhatsApp Image 2024-12-27 at 00.31.40

এ ছাড়াও অনুষ্ঠানে ‘স্বাধীনতা তুমি’  কবিতার বাংলাসহ ইতালিয়ান ভাষায় স্ব–অনুবাদ পাঠ করেন- জিয়াউর রহমানের হৃদয়, ফরাসি ভাষার স্ব–অনুবাদ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান।

মহান মুক্তিযুদ্ধ ও  বিজয় দিবস নিয়ে একক আলোচনা করেন মুক্তিযোদ্ধা সন্তান বিশিষ্ট সংগীতশিল্পী আরিফ রানা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করেন- সংগীত শিল্পী আরিফ রানা ও কুমকুম সাঈদা।

WhatsApp Image 2024-12-26 at 21.00.01

উপস্থিত ছিলেন সেইফ ড্রাইভ অটো স্কুলের পরিচালক মোহাম্মদ আহমেদ সেলিম, সাংবাদিক রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম, সুমন আহমেদ প্রমুখ।

সঞ্চালনা করেন বদরুজ্জামান জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আহমেদ সেলিম।

অনুষ্ঠান শেষে বিজয়ের কেক কাটা এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

আরও দেখুন

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, চন্দ্রপুলি, নকশি পিঠা ও নানা রকম ঘরোয়া মিষ্টান্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিঠার স্বাদ, গানের সুর আর প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

১১ ঘণ্টা আগে

টরন্টোয় ইতিহাসের ধারাবিবরণী পাঠের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন

টরন্টোয় ইতিহাসের ধারাবিবরণী পাঠের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে ঢাকার ঐতিহাসিক রেসকার্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং সেদিন ঢাকায় ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহের ঐতিহাসিক ধারাবিবরণী পাঠ করেন নতুন প্রজন্মের অনিন্দিতা বর্ণমালা ও অরুনিম আহমেদ।

১৩ ঘণ্টা আগে