বিডিজেন ডেস্ক
প্রতি বছর বিনামূল্যে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ বিনা মূল্যে এ স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য।
প্রতিবছরের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি মাসে শিক্ষার্থীদের ২ হাজার ২০০ ব্রুনাই ডলার ( প্রায় ১ লাখ ৯৬ হাজার ২১৬ টাকা) প্রদান করবে। রেজিস্ট্রেশনের খরচ প্রদান করা হবে। অন্যান্য ফি মওকুফ করবে। ব্রুনেই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের ২৪ মাস ও পিএইচডির মেয়াদ ৩৬ মাস।
বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি বিষয়ে পড়াশোনা করা যাবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষাদক্ষতা প্রমাণে আইইএলটিএস একাডেমিক ব্যান্ডস্কোর ওভারঅল ৬ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন। ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রতি বছরের শুরুতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় অনলাইনে। আবেদনকারীর পূর্ণাঙ্গ সিভি, আবেদনকারীর পাসপোর্ট, রেফারেন্স লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাজ, রিসার্চ প্রপোজাল থাকতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
প্রতি বছর বিনামূল্যে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ বিনা মূল্যে এ স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য।
প্রতিবছরের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।
আগে জেনে নিন সুবিধাগুলো
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি মাসে শিক্ষার্থীদের ২ হাজার ২০০ ব্রুনাই ডলার ( প্রায় ১ লাখ ৯৬ হাজার ২১৬ টাকা) প্রদান করবে। রেজিস্ট্রেশনের খরচ প্রদান করা হবে। অন্যান্য ফি মওকুফ করবে। ব্রুনেই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের ২৪ মাস ও পিএইচডির মেয়াদ ৩৬ মাস।
বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি বিষয়ে পড়াশোনা করা যাবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষাদক্ষতা প্রমাণে আইইএলটিএস একাডেমিক ব্যান্ডস্কোর ওভারঅল ৬ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন। ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রতি বছরের শুরুতে আবেদন আহ্বান করা হয়। আবেদন করা যায় অনলাইনে। আবেদনকারীর পূর্ণাঙ্গ সিভি, আবেদনকারীর পাসপোর্ট, রেফারেন্স লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাজ, রিসার্চ প্রপোজাল থাকতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।
কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আসা উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চদক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।