logo
বিদেশে উচ্চশিক্ষা

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

প্রতিবেদক, বিডিজেন১৫ ঘণ্টা আগে
Copied!
গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণা সুবিধা, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ ও গ্র্যাজুয়েশন শেষে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার বাস্তবতায় এই দেশ শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দ। দেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার প্রক্রিয়া আরও সহজ করতে এইচবিডি সার্ভিস অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপোর–২০২৬ এর আয়োজন করে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে হোটেল ওয়েস্টিনে দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার শিক্ষার্থী ভিড় করে।

এক্সপোতে শিক্ষার্থীরা সেসব সেবা পেয়েছেন

১. অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা বা যোগাযোগ।

২. বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়াকরণ সম্পর্কে ধারণা

৩. তাৎক্ষণিক যোগ্যতা যাচাই ও প্রোফাইল মূল্যায়ন

৪. স্কলারশিপ পাওয়ার সুযোগ সম্পর্কে ধারণা

৫. ভর্তি থেকে ভিসা পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন ও সহায়তা

এক্সপোতে স্টুডেন্ট ভিসাসংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার শীর্ষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা আলাদা ডেস্ক থেকে শিক্ষার্থীরা পছন্দের তথ্য এবং বিভিন্ন পরামর্শ নেন।

Expo 2

মেলায় বিডিজেন প্রতিবেদকের কথা হয় মো. মার্শার নামের শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, আমার স্বপ্নের একটি দেশ হলো অস্ট্রেলিয়া। আমি স্নাতক করার জন্য সেখানে যেতে চাই নিজের মতো করে একটা প্রস্তুতি নিয়ে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। নিজের যোগ্যতা অনুসারে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের বৃত্তি পেতে পারি এসব তথ্য জানার জন্য এসেছি।

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

Expo 3

বিবিএ করার পর দেশ ছেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আসলে আমাদের দেশের চাকরিক্ষেত্র খুব ভালো নয়। শুরুর দিকে খুবই কম বেতন দেয়। যা দিয়ে নিজের শখের জীবনযাপন করা সম্ভব নয়। তাই বিদেশে গিয়ে চাকরি করতে চাই।

মো. আবদুল্লাহ নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, আমি দেশে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। অস্ট্রেলিয়ায় গিয়ে স্নাতক করতে চাই। আমার পছন্দের একটি বিশ্ববিদ্যালয় হলো ম্যাকুয়ার ইউনিভার্সিটি। সেখানে যাবার চেষ্টা করছি। মেয়ায় কিছু বিশেষজ্ঞরা আছেন, তাদের থেকে তথ্য ও পরামর্শ নেওয়ার জন্য এসেছি।

এইচবিডি সার্ভিসের মিডিয়া কমিউনিকেশন কর্মকর্তা মো. রাজু বিডিজেনকে বলেন, আমরা অস্ট্রেলিয়ার শীর্ষ সব বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা কীভাবে শিক্ষার্থীরা পাবেন সেটি এক ছাদের নিচে নিয়ে এসেছি। এখানে প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশেষজ্ঞ ও প্রতিনিধি রয়েছেন যারা শিক্ষার্থীদের প্রোফাইল দেখে মূল্যায়ন করে দিচ্ছেন। এ ছাড়া, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা যা প্রয়োজন সেটির একটি পরিপূর্ণ গাইড লাইন প্রদান করা হচ্ছে।

আরও দেখুন

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

১৫ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

৮ দিন আগে

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পাড়াশোনার সুযোগ।

৮ দিন আগে

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হলো ‘গ্রেট স্কলারশিপ‘। আগামী শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

২০ দিন আগে