logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

প্রতিবেদক, বিডিজেন২ ঘণ্টা আগে
Copied!
আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
ছবি: এআই দিয়ে তৈরি

বিশ্বের বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সনদ হিসেবে পরিচিত আইইএলটিস স্কোর। এটি ইংরেজি ভাষা দক্ষতার জন্য প্রমিত নিরীক্ষণ পদ্ধতি—ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব। নিচে এমন পাঁচটি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য দেওয়া হলো—

ইউনিভার্সিটি অব পাডোভা

ইতালির অন্যতম প্রাচীন একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব পাডোভা। এই বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্স ইংরেজিতে পড়ানো হয়। তবে আইইএলটিএসের বিকল্প হিসেবে আগের শিক্ষাপ্রতিষ্ঠানের ইংলিশ দক্ষতার সনদ ব্যবহার করা যায়। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ অত্যন্ত কম এবং অনেক ধরনের স্কলারশিপ দেওয়া হয়। এ ছাড়া, এখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য পাডোভা ইন্ট্যারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ দেওয়া হয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট

সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট

এমওআই সার্টিফিকেট।

আরও বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের unipd.it ওয়েবসাইট ভিজিট করুন।

ইউনিভার্সিটি অব সিজেন

জার্মানির এই বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের আবেদন করা যায়। তবে এখানে নির্বাচিত শিক্ষার্থীদের একটি অনলাইন সাক্ষাৎকার অথবা আগের ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রমাণপত্র গ্রহণ করা হয়। জনপ্রিয় দ্যাড স্কলারশিপের আওতায়ও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র

এমওআই সার্টিফিকেট

মোটিভেশন লেটার

একাডেমিক নথিপত্র

বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের uni-siegen.de ওয়েবসাইট ভিজিট করুন।

পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া

এই বিশ্ববিদ্যালয়টি সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর অবস্থান মস্কোতে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য আইইএলটিএস বা টোফেল সনদ বাধ্যতামূলক নয়। তবে আইইএলটিএস ছাড়া কেউ ভর্তি হলে এখানে মূল কোর্স পড়াশোনার আগে প্রথম এক বছর প্রিপেটরি কোর্স বা ‘পাডফাক’ -এ ভর্তি হতে হবে। এর মাধ্যমে রাশিয়ান ভাষা ও মৌলিক কিছু বিষয় শেখানো হয়। এই কোর্স সফলভাবে শেষ করলে সরাসরি মূল কোর্সে প্রবেশের সুযোগ এবং সরকারি স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই পড়াশোনা করা যায়।

যেসব কাগজপত্র প্রয়োজন

পাসপোর্ট ও এর রাশিয়ান অনুবাদ (নোটারি করা)।

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট (রাশিয়ান অনুবাদসহ)

মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং এইচআইভি নেগেটিভ রিপোর্ট।

আরও বিস্তারিত তথ্যের জন্য https://eng.rudn.ru/ ওয়েবসাইট ভিজিট করুন।

উহান ইউনিভার্সিটি

বিশ্বের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ের সেরা একটি হলো উহান ইউনিভার্সিটি। প্রাকৃতিক সৌন্দর্য, একাডেমিক এক্সিলেন্স ও গবেষণার ক্ষেত্রেও বিশ্বজুড়ে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। এখানে আইইএলটিএস ছাড়া ভর্তির সুযোগ রয়েছে। যদি কোনো শিক্ষার্থীর আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে শেষ করে থাকে, তবে সেই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যায়নপত্র (EPC/MOI) নিয়ে আবেদন করতে পারবে।

এ ছাড়া, চীনা মাধ্যমে পড়ার জন্য প্রথম এক বছর ভাষা শিখতে হবে। তবে কোর্স শেষে এইচএসকে পরীক্ষা দিতে হবে। বর্তমানে অনেক চীনা বিশ্ববিদ্যালয় ডুওলিঙ্গো স্কোরও গ্রহণ করছে। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা বড় টিউশন ফি ছাড় পেয়ে থাকেন।

আরও বিস্তারিত তথ্যের জন্য

http://whu.admissions.cn/ ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২ ঘণ্টা আগে

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১১ দিন আগে

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

১২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

১৯ দিন আগে