logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই চীনে স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ নভেম্বর ২০২৪
Copied!
আইইএলটিএস ছাড়াই চীনে স্কলারশিপ, আবেদন শুরু

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

চীনের চংকিং ইউনিভার্সিটিতে প্রতি বছর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করা যায়। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী চংকিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনসে (সিকিউইউপিটি) স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখানে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩ হাজার ইউয়ান (৪৯ হাজার ৬০০ টাকা) এবং পিএইচডি প্রোগ্রামে মাসে ৩ হাজার ৫০০ ইউয়ান (৫৭ হাজার ৮৭৮ টাকা) দেওয়া হয়। এখানে রেজিস্ট্রেশন ফ্রি, কোনো টিউশন ফি লাগবে না। ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। চিকিৎসা বীমা সুবিধাও দেওয়া হয়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে। আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে)। আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে)। অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।

চীনা সরকার বৃত্তির আবেদন ফরম, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, দুটি সুপারিশপত্র, পাসপোর্টের একটি অনুলিপি, অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত প্রতি বছরের শেষদিকে আবেদন আহ্বান করা হয়ে থাকে। ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আরও তথ্য।

আগামী শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিমুখ ভারতীয় শিক্ষার্থীরা, কমেছে ৭০–৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতীয় শিক্ষার্থীদের পড়তে যাওয়ার সংখ্যা এবার উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চলমান সংকটজনক পরিস্থিতি এই অবস্থা তৈরি করেছে।

৩ ঘণ্টা আগে

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে কয়েক শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫ দিন আগে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে একটি কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস না করে বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে।

২৮ মে ২০২৫

ব্রিটেনের নতুন অভিবাসন নীতি, বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা

ব্রিটেনের নতুন অভিবাসন নীতি, বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা

ব্রিটেনের পরিবর্তিত নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য কঠোর হচ্ছে দেশটির সরকার। লেবার সরকারের নয়া নির্দেশনা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের গুনতে হবে ২০ থেকে ৪১ হাজার পাউন্ড।

১৪ মে ২০২৫