বিডিজেন ডেস্ক
উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।
চীনের চংকিং ইউনিভার্সিটিতে প্রতি বছর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করা যায়। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী চংকিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনসে (সিকিউইউপিটি) স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখানে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩ হাজার ইউয়ান (৪৯ হাজার ৬০০ টাকা) এবং পিএইচডি প্রোগ্রামে মাসে ৩ হাজার ৫০০ ইউয়ান (৫৭ হাজার ৮৭৮ টাকা) দেওয়া হয়। এখানে রেজিস্ট্রেশন ফ্রি, কোনো টিউশন ফি লাগবে না। ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। চিকিৎসা বীমা সুবিধাও দেওয়া হয়।
আবেদনে লাগবে যে যোগ্যতা
চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে। আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে)। আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে)। অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।
চীনা সরকার বৃত্তির আবেদন ফরম, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, দুটি সুপারিশপত্র, পাসপোর্টের একটি অনুলিপি, অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র লাগবে।
কখন কীভাবে আবেদন করবেন
অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত প্রতি বছরের শেষদিকে আবেদন আহ্বান করা হয়ে থাকে। ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আরও তথ্য।
আগামী শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।
চীনের চংকিং ইউনিভার্সিটিতে প্রতি বছর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করা যায়। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী চংকিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনসে (সিকিউইউপিটি) স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখানে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩ হাজার ইউয়ান (৪৯ হাজার ৬০০ টাকা) এবং পিএইচডি প্রোগ্রামে মাসে ৩ হাজার ৫০০ ইউয়ান (৫৭ হাজার ৮৭৮ টাকা) দেওয়া হয়। এখানে রেজিস্ট্রেশন ফ্রি, কোনো টিউশন ফি লাগবে না। ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। চিকিৎসা বীমা সুবিধাও দেওয়া হয়।
আবেদনে লাগবে যে যোগ্যতা
চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে। আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে)। আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে)। অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।
চীনা সরকার বৃত্তির আবেদন ফরম, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, দুটি সুপারিশপত্র, পাসপোর্টের একটি অনুলিপি, অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র লাগবে।
কখন কীভাবে আবেদন করবেন
অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত প্রতি বছরের শেষদিকে আবেদন আহ্বান করা হয়ে থাকে। ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আরও তথ্য।
আগামী শিক্ষাবর্ষের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।
এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০ দিন আগে