logo
বিদেশে উচ্চশিক্ষা

কানাডার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
কানাডার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে যে সুবিধা

উচ্চশিক্ষার জন্য কানাডা প্রায় সবারই পছন্দ। শিক্ষার মান, স্কলারশিপ, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ ইত্যাদি বিষয় বিবেচনায় বাংলাদেশিদের কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।

যদিও সম্প্রতি দেশটি বিদেশি শিক্ষার্থী নেওয়া কমিয়ে দিয়েছে। এ ছাড়া দেশটিতে থাকা–খাওয়ার খরচও অনেক। এ কারণে কানাডায় উচ্চশিক্ষায় স্কলারশিপের খোঁজ করেন সবাই। প্রতি বছর কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফ প্রেসিডেন্টস বৃত্তির আওতায় স্কলারশিপ দেওয়া হয়।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটির সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তি। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

ইউনিভার্সিটি অব গুয়েলফ প্রেসিডেন্টস বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা রয়েছে। এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ৪২ হাজার ৫০০ ডলার (৫১ লাখ ৩৫ হাজার ৫৫৩ টাকা) দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের অধীনে গবেষণা সহকারী ও মেন্টরশিপ পদে কাজের সুযোগ রয়েছে।

অধ্যয়নের ক্ষেত্র: ফলিত বিজ্ঞান, ব্যাচেলর অব আর্টস, বায়োরিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাচেলর অব কমার্স, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক ও ভেটেরিনারি মেডিসিন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে। বৃত্তির অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরুর দিকে এই স্কলারশিপে আবেদন আহ্বান করা হয়। আবেদনের জন্যে বেশি সময় দেওয়া হয় না। ওয়েবসাইটে জানানো হয় বিস্তারিত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আইইএলটিসে ৭ হলে আবেদন

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এ বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। দেশটির বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্

১১ দিন আগে

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনে পড়ার জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপের সুযোগ

চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই তালিকায় রয়েছে।

১৯ এপ্রিল ২০২৫