logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আইইএলটিএস ছাড়াই বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আবেদন শুরু

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় ২০২৩ সাল থেকে দারুণ সুযোগ করে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ‘ব্রিটিশ কাউন্সিল স্কটল্যান্ড এসজিএসএএইচ আর্থ স্কলারশিপের’ আওতায় বিনা খরচে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন যুক্তরাজ্যে। তাতে লাগবে না ইংরেজি দক্ষতার প্রচলিত আইইএলটিএসের কোনো সনদ। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে ও এসজিএসএএইচের (স্কটিশ গ্র্যাজুয়েট স্কুল ফর আর্টস অ্যান্ড হিউম্যানিটিস) তত্ত্বাবধানে পরিচালিত হয় এটি।

২০২৫ সালের জন্য এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর

আগে জেনে নিন সুবিধাগুলো

এই স্কলারশিপ দেওয়া হয় মূলত পিএইচডি করতে চাওয়া সদ্য ক্যারিয়ারে পদার্পণ করা গবেষকদের। পরিবেশগত শিল্প ও মানবিক বিষয়ে গবেষণা করা এবং কীভাবে এই ক্ষেত্রগুলো অন্যান্য শাখার সঙ্গে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে গবেষণাই এর উদ্দেশ্য। প্রতি বছর ৭ থেকে ৯ জন গবেষককে এই স্কলারশিপের জন্য অর্থায়ন করা হয়।

শতভাগ স্কলারশিপ, জীবিকা নির্বাহের খরচ, ভ্রমণ ব্যয়, বাসস্থানের খরচ, পরিবেশগত শিল্পকলা ও মানবিক শাস্ত্রে আন্তর্জাতিক সহযোগিতার জন্য গবেষণা অর্থায়ন, স্কটল্যান্ডের শীর্ষস্থানীয় একাডেমিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পরামর্শ গ্রহণের সুযোগ, স্টেমের (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড ম্যাথমেটিকস) বিভিন্ন শাখায় আন্তর্বিভাগীয় গবেষণায় অংশগ্রহণ এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকছে এর আওতায়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আবেদন করতে হলে অবশ্যই স্নাতকোত্তরে উত্তীর্ণ হতে হবে। ভালো ফলাফল হলে এগিয়ে থাকবেন সবার চেয়ে। এ ছাড়া কোনো গবেষণা নিয়ে কাজে যুক্তও থাকা লাগবে। আবেদনের বিষয় সংক্রান্ত গবেষণা প্রস্তাবনা (সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে), সিভি, পিএইচডি তত্ত্বাবধায়কের অনুমোদনপত্র, স্কটিশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার সনদ, পিএইচডি ডিগ্রির প্রমাণপত্র থাকতে হবে।

শিল্পকলা ও মানবিক শাস্ত্রে পিএইচডি গবেষক হিসেবে নিবন্ধিত হতে হবে ও যুক্তরাজ্যের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে। পিএইচডি গবেষকেরা তত্ত্বাবধায়কের অনুমোদন সাপেক্ষে যেকোনো পর্যায়ে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি যুক্তরাজ্যের বাইরের সবার জন্য উন্মুক্ত।

কখন কীভাবে আবেদন করবেন

আবেদনপত্র জমা দিতে প্রথমে একজন একাডেমিক পরামর্শদাতা ও একটি হোস্ট প্রতিষ্ঠান বাছাই করতে হবে। পরামর্শদাতা প্রস্তাবের বিষয়ে আলোচনার পর সুযোগ দিতে আগ্রহী হলে তাদের হোস্ট প্রতিষ্ঠান আপনাকে অনুমোদন করে। তবেই আপনি স্কলারশিপের যোগ্য বলে বিবেচিত হবেন।

এ বছর আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।

২ দিন আগে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

৮ দিন আগে

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১০ দিন আগে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।

১২ দিন আগে