logo
প্রবাসের খবর

পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর তীব্র হচ্ছে হামলা

আল জাজিরা১৫ জুলাই ২০২৫
Copied!
পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর তীব্র হচ্ছে হামলা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বাড়ি ধ্বংস করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের ওপর হামলা ও হয়রানিও বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংসতা বৃদ্ধির তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় ওএইচসিএইচআরের মুখপাত্র তহামিন আল–খেতান বলেন, পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরও বেশি এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সংঘাত শুরুর পর পশ্চিম তীরে নিহত হয়েছে প্রায় ১ হাজার ফিলিস্তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিগত ২১ মাসের বেশি সময়ে পশ্চিম তীরে অন্তত ৯৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। এই সময়ে সেখানে অন্তত ২ হাজার ৯০৭টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আর ওএইচসিএইচআর বলেছে, গত জানুয়ারি থেকে পশ্চিম তীরে ‘আয়রন ওয়াল’ নামে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ সময় ৩০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আল–খেতান। আলাদা একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘দখল করা এই অঞ্চলে ইসরায়েলকে অবশ্যই হত্যাকাণ্ড, হয়রানি ও বাড়ি ধ্বংস বন্ধ করতে হবে। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের উচিত পশ্চিম তীরে জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা।

আরও দেখুন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন

ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।

৭ দিন আগে

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

লটারি প্রথা বাতিল, বেতন ও দক্ষতার ভিত্তিতে এইচ-১বি ভিসা দেবে আমেরিকা

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এইচ-১বি ওয়ার্ক ভিসা নির্বাচন প্রক্রিয়ার নিয়মে আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মে লটারি পদ্ধতির পরিবর্তে এখন থেকে বেতন ও দক্ষতার ভিত্তিতে কর্মী নির্বাচন করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৮ দিন আগে

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট।

১০ দিন আগে

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

১১ দিন আগে