logo
প্রবাসের খবর

পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর তীব্র হচ্ছে হামলা

আল জাজিরা১৫ জুলাই ২০২৫
Copied!
পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর তীব্র হচ্ছে হামলা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বাড়ি ধ্বংস করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের ওপর হামলা ও হয়রানিও বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংসতা বৃদ্ধির তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভায় ওএইচসিএইচআরের মুখপাত্র তহামিন আল–খেতান বলেন, পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরও বেশি এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সংঘাত শুরুর পর পশ্চিম তীরে নিহত হয়েছে প্রায় ১ হাজার ফিলিস্তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিগত ২১ মাসের বেশি সময়ে পশ্চিম তীরে অন্তত ৯৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। এই সময়ে সেখানে অন্তত ২ হাজার ৯০৭টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আর ওএইচসিএইচআর বলেছে, গত জানুয়ারি থেকে পশ্চিম তীরে ‘আয়রন ওয়াল’ নামে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ সময় ৩০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আল–খেতান। আলাদা একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘দখল করা এই অঞ্চলে ইসরায়েলকে অবশ্যই হত্যাকাণ্ড, হয়রানি ও বাড়ি ধ্বংস বন্ধ করতে হবে। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের উচিত পশ্চিম তীরে জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা।

আরও দেখুন

বিএনপির আবুধাবি শাখার ৭ নভেম্বর উদ্‌যাপন

বিএনপির আবুধাবি শাখার ৭ নভেম্বর উদ্‌যাপন

সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।

৯ ঘণ্টা আগে

দুবাই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

দুবাই বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

মৃত প্রবাসী আশিকুর রহমান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা এলাকার হাসানপুরের বাসিন্দা।

১১ ঘণ্টা আগে

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

সিডনিতে খতমে হিফজুল কোরআন ও আলিমিয়্যাহ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

অনুষ্ঠানে মিশকাতুল মাসাবিহ থেকে হাদিস পাঠ ও ঐতিহ্যবাহী আমামাহ (পাগড়ি) অনুষ্ঠান সম্পন্ন হয়। যা আলিমিয়্যাহ শিক্ষার সমাপ্তি ও ‘মাওলানা’ উপাধির প্রতীকী স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। দারুল উলুম অনলাইনের (ডুইউও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলিমিয়্যাহ সনদ প্রদান করা হয়।

১২ ঘণ্টা আগে

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

এই ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

১৩ ঘণ্টা আগে