
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া থেকে এডুকেশন (ল্যাংগুয়েজ & লিটারেসি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী জিনাত এ তাবাসসুম। তাঁর গবেষণার বিষয় ছিল 'ইএফএল’ স্পিকিং দক্ষতা বাড়াতে কমিউনিটি অব ইনকোয়্যারি ও ব্লেন্ডেড লার্নিং একসঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষকদের অনুশীলন (টিচার্স প্র্যাকটিস অব সিনেজায়জিং কমিউনিটি অব ইনকোয়্যারি অ্যান্ড ব্লেনডেড লার্নিং ইন ইএফএল স্পিকিং কমপিটেন্সি)।

গত শনিবার (২৯ নভেম্বর) ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান তুনকু চ্যান্সেলরিতে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়।
তার শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।

শিক্ষাজীবনের পাশাপাশি জিনাত এ তাবাসসুম মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্টুডেন্ট গ্রুপের একজন পরিচিত মুখ।

জিনাত ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ব্যাচেলর করেন। তিনি ব্যাচের টপ রেজাল্টের অধিকারী ছিলেন। পরে মালয়েশিয়ার জিওম্যাটিকা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর নিয়ে এমবিএ করেন। সেখানেও তিনি টপ রেজাল্ট ও বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

জিনাত এ তাবাসসুম বর্তমানে সিনিয়র পিটিই ট্রেইনার হিসেবে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে।তার বাবার নাম আমিনুল হক রতন ও মা রাশিদা খাতুন।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া থেকে এডুকেশন (ল্যাংগুয়েজ & লিটারেসি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী জিনাত এ তাবাসসুম। তাঁর গবেষণার বিষয় ছিল 'ইএফএল’ স্পিকিং দক্ষতা বাড়াতে কমিউনিটি অব ইনকোয়্যারি ও ব্লেন্ডেড লার্নিং একসঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষকদের অনুশীলন (টিচার্স প্র্যাকটিস অব সিনেজায়জিং কমিউনিটি অব ইনকোয়্যারি অ্যান্ড ব্লেনডেড লার্নিং ইন ইএফএল স্পিকিং কমপিটেন্সি)।

গত শনিবার (২৯ নভেম্বর) ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান তুনকু চ্যান্সেলরিতে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়।
তার শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।

শিক্ষাজীবনের পাশাপাশি জিনাত এ তাবাসসুম মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্টুডেন্ট গ্রুপের একজন পরিচিত মুখ।

জিনাত ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ব্যাচেলর করেন। তিনি ব্যাচের টপ রেজাল্টের অধিকারী ছিলেন। পরে মালয়েশিয়ার জিওম্যাটিকা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর নিয়ে এমবিএ করেন। সেখানেও তিনি টপ রেজাল্ট ও বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

জিনাত এ তাবাসসুম বর্তমানে সিনিয়র পিটিই ট্রেইনার হিসেবে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে।তার বাবার নাম আমিনুল হক রতন ও মা রাশিদা খাতুন।
তার শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।
ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসের পর শ্রীলঙ্কায় চলমান যৌথ অভিযানের মাধ্যমে ১৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা আগামী ২৬-২৭ জানুয়ারি রিয়াদের কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (KAICC) গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের (জিএলএমসি) তৃতীয় আসর আয়োজন করবে।
আইন-শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ততার দিক থেকে ফিনল্যান্ড বিশ্বের শীর্ষে। পুলিশ ও প্রশাসনের প্রতি মানুষের আস্থা বিস্ময়করভাবে দৃঢ়। এই সুশাসন, সামাজিক সমতা, মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা এবং প্রাকৃতিক ভারসাম্যই গড়েছে ‘সুখী দেশ’—যার সুফল উপভোগ করেন প্রায় ৫৬ লাখ নাগরিক।