
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া থেকে এডুকেশন (ল্যাংগুয়েজ & লিটারেসি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী জিনাত এ তাবাসসুম। তাঁর গবেষণার বিষয় ছিল 'ইএফএল’ স্পিকিং দক্ষতা বাড়াতে কমিউনিটি অব ইনকোয়্যারি ও ব্লেন্ডেড লার্নিং একসঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষকদের অনুশীলন (টিচার্স প্র্যাকটিস অব সিনেজায়জিং কমিউনিটি অব ইনকোয়্যারি অ্যান্ড ব্লেনডেড লার্নিং ইন ইএফএল স্পিকিং কমপিটেন্সি)।

গত শনিবার (২৯ নভেম্বর) ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান তুনকু চ্যান্সেলরিতে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়।
তার শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।

শিক্ষাজীবনের পাশাপাশি জিনাত এ তাবাসসুম মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্টুডেন্ট গ্রুপের একজন পরিচিত মুখ।

জিনাত ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ব্যাচেলর করেন। তিনি ব্যাচের টপ রেজাল্টের অধিকারী ছিলেন। পরে মালয়েশিয়ার জিওম্যাটিকা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর নিয়ে এমবিএ করেন। সেখানেও তিনি টপ রেজাল্ট ও বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

জিনাত এ তাবাসসুম বর্তমানে সিনিয়র পিটিই ট্রেইনার হিসেবে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে।তার বাবার নাম আমিনুল হক রতন ও মা রাশিদা খাতুন।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া থেকে এডুকেশন (ল্যাংগুয়েজ & লিটারেসি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী জিনাত এ তাবাসসুম। তাঁর গবেষণার বিষয় ছিল 'ইএফএল’ স্পিকিং দক্ষতা বাড়াতে কমিউনিটি অব ইনকোয়্যারি ও ব্লেন্ডেড লার্নিং একসঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষকদের অনুশীলন (টিচার্স প্র্যাকটিস অব সিনেজায়জিং কমিউনিটি অব ইনকোয়্যারি অ্যান্ড ব্লেনডেড লার্নিং ইন ইএফএল স্পিকিং কমপিটেন্সি)।

গত শনিবার (২৯ নভেম্বর) ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান তুনকু চ্যান্সেলরিতে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়।
তার শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।

শিক্ষাজীবনের পাশাপাশি জিনাত এ তাবাসসুম মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্টুডেন্ট গ্রুপের একজন পরিচিত মুখ।

জিনাত ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ব্যাচেলর করেন। তিনি ব্যাচের টপ রেজাল্টের অধিকারী ছিলেন। পরে মালয়েশিয়ার জিওম্যাটিকা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর নিয়ে এমবিএ করেন। সেখানেও তিনি টপ রেজাল্ট ও বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

জিনাত এ তাবাসসুম বর্তমানে সিনিয়র পিটিই ট্রেইনার হিসেবে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে।তার বাবার নাম আমিনুল হক রতন ও মা রাশিদা খাতুন।
প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
৩ দিন আগে