বিডিজেন ডেস্ক
আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ৭ হাজার ৯০০-র বেশি ওয়েবসাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে অনলাইনে থাকা ২২ হাজার ৯০০ অননুমোদিত কনটেন্টও সরিয়ে ফেলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির অথরিটি ফর ইনটেলেকচুয়াল প্রপার্টি দেশটির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে কাজ করে। সরকারি সংস্থাটি জানায়, সৌদির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেইসঙ্গে নাগরিকদেরকেও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার আইন অনুযায়ী, পর্নোগ্রাফি, জুয়া ও অপরাধের সঙ্গে জড়িত ওয়েবসাইটগুলোকে নজরদারিতে রাখা হয়।
আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ৭ হাজার ৯০০-র বেশি ওয়েবসাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে অনলাইনে থাকা ২২ হাজার ৯০০ অননুমোদিত কনটেন্টও সরিয়ে ফেলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির অথরিটি ফর ইনটেলেকচুয়াল প্রপার্টি দেশটির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে কাজ করে। সরকারি সংস্থাটি জানায়, সৌদির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেইসঙ্গে নাগরিকদেরকেও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার আইন অনুযায়ী, পর্নোগ্রাফি, জুয়া ও অপরাধের সঙ্গে জড়িত ওয়েবসাইটগুলোকে নজরদারিতে রাখা হয়।
ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ ব্রিটিশ টিকিটধারীদের হতাশ করে জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারের জ্যাকপটের অর্থের পরিমাণ ছিল এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি।
কানাডার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে টয়লেট পেপারের সংকট তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ২০২০ সালের করোনাভাইরাস মহামারির সময়কার ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনতে পারে।
অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গতকাল শনিবার (২৯ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামাস অস্ত্র ছাড়বে না।
এ বছরের পবিত্র ঈদের তারিখ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটিতে আগামী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। আগামীকাল রোববার খালি চোখেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।