বিডিজেন ডেস্ক
আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ৭ হাজার ৯০০-র বেশি ওয়েবসাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে অনলাইনে থাকা ২২ হাজার ৯০০ অননুমোদিত কনটেন্টও সরিয়ে ফেলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির অথরিটি ফর ইনটেলেকচুয়াল প্রপার্টি দেশটির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে কাজ করে। সরকারি সংস্থাটি জানায়, সৌদির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেইসঙ্গে নাগরিকদেরকেও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার আইন অনুযায়ী, পর্নোগ্রাফি, জুয়া ও অপরাধের সঙ্গে জড়িত ওয়েবসাইটগুলোকে নজরদারিতে রাখা হয়।
আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ৭ হাজার ৯০০-র বেশি ওয়েবসাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে অনলাইনে থাকা ২২ হাজার ৯০০ অননুমোদিত কনটেন্টও সরিয়ে ফেলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির অথরিটি ফর ইনটেলেকচুয়াল প্রপার্টি দেশটির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে কাজ করে। সরকারি সংস্থাটি জানায়, সৌদির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেইসঙ্গে নাগরিকদেরকেও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার আইন অনুযায়ী, পর্নোগ্রাফি, জুয়া ও অপরাধের সঙ্গে জড়িত ওয়েবসাইটগুলোকে নজরদারিতে রাখা হয়।
ইয়েমেন থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ মে) বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।
মালয়েশিয়া সরকার ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশিসহ অনথিভুক্ত অভিবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল গতকাল শুক্রবার (১৬ মে) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে। এর প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও। বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে।
ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি কাশ্মীরসহ বিতর্কিত ইস্যু নিষ্পত্তি করে যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।