বিডিজেন ডেস্ক
আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ৭ হাজার ৯০০-র বেশি ওয়েবসাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে অনলাইনে থাকা ২২ হাজার ৯০০ অননুমোদিত কনটেন্টও সরিয়ে ফেলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির অথরিটি ফর ইনটেলেকচুয়াল প্রপার্টি দেশটির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে কাজ করে। সরকারি সংস্থাটি জানায়, সৌদির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেইসঙ্গে নাগরিকদেরকেও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার আইন অনুযায়ী, পর্নোগ্রাফি, জুয়া ও অপরাধের সঙ্গে জড়িত ওয়েবসাইটগুলোকে নজরদারিতে রাখা হয়।
আইন লঙ্ঘন করায় সৌদি আরবে ৭ হাজার ৯০০-র বেশি ওয়েবসাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে অনলাইনে থাকা ২২ হাজার ৯০০ অননুমোদিত কনটেন্টও সরিয়ে ফেলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির অথরিটি ফর ইনটেলেকচুয়াল প্রপার্টি দেশটির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে কাজ করে। সরকারি সংস্থাটি জানায়, সৌদির বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেইসঙ্গে নাগরিকদেরকেও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংরক্ষণে সোচ্চার হতে আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
সৌদি আরবের ইন্টারনেট ব্যবহার আইন অনুযায়ী, পর্নোগ্রাফি, জুয়া ও অপরাধের সঙ্গে জড়িত ওয়েবসাইটগুলোকে নজরদারিতে রাখা হয়।
ভিসা আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। এখন থেকে ভিসা আবেদনে আগের ৫টি পরীক্ষার বদলে ৯টি পরীক্ষার ফলাফল গ্রহণ করা হবে। পরিবর্তিত এই নিয়ম ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
একদিকে নিয়মিত যাত্রী, অন্যদিকে নতুন যাত্রী। এ কারণে ঢাকা থেকে কুয়েতগামী বিমানে দেখা দিয়েছে যাত্রীচাপ। ফলে ৩০ থেকে ৪০ হাজার টাকার সিঙ্গেল টিকিট বর্তমানে ৩ গুণ বেড়ে পৌঁছেছে দেড় লাখ টাকায়।
মালাইকার বয়স এখন ৫১। ফিটনেস, ফ্যাশন, নাচ সব মিলিয়ে তিনি এখনো বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বেড়েছে। তার সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মেলেছে, তিনি এখনও নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখেন।
১১৪/২০২৪ ধারায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যেকোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ৬ মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকেরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা (অন অ্যারাইভাল ভিসা) পাবেন।