
বিডিজেন ডেস্ক

ইসরায়েলি হামলার পর ইরানের বুশেহর প্রদেশের একটি গ্যাস শোধনাগার ও গ্যাসক্ষেত্রে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়।
ইরানের তেল মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ঘটনার পর তেল খাতের জরুরি বাহিনীর দ্রুত ও সময়োচিত ভূমিকায় আগুন নিয়ন্ত্রণ আসে। খুব স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ইসরায়েলি হামলার পর ইরানের বুশেহর প্রদেশের একটি গ্যাস শোধনাগার ও গ্যাসক্ষেত্রে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়।
ইরানের তেল মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ঘটনার পর তেল খাতের জরুরি বাহিনীর দ্রুত ও সময়োচিত ভূমিকায় আগুন নিয়ন্ত্রণ আসে। খুব স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আমেরিকার নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ইরানের ভেতরে থাকা একটি কর্মী নেটওয়ার্কের তথ্যের ওপর নির্ভর করে হতাহতের সংখ্যার এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। এই সংস্থাটি অতীতের অস্থির পরিস্থিতিতেও তুলনামূলকভাবে নির্ভুল তথ্য দিয়েছে।
যেসব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট নেই তারা আবেদন করতে পারবেন। তবে যারা কোনো অপরাধের কারণে কালো তালিকাভুক্ত হয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। আবেদনকারীকে অবশ্যই বর্তমানে মালদ্বীপে অবস্থান করতে হবে।
বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেছেন।