logo
প্রবাসের খবর

যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ মার্চ ২০২৫
Copied!
যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
সৌদি আরবে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানায় ইউক্রেন। জেদ্দা, ১১ মার্চ ২০২৫। ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এখন যুদ্ধবিরতি হবে কি না, সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুদ্ধবিরতিতে ইউক্রেনের রাজি হওয়ার পর বুধবার (১২ মার্চ) মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানার পর সিদ্ধান্ত জানাবে তারা। তবে রাশিয়ার একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে রাজি হবেন না বলেই মনে করছে তারা।

ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্যোগী হন। কিন্তু গত মাসের শেষে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন। তবে এখন ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলছে, বল এখন রাশিয়ার কোর্টে। মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কি না, সেটা দেখেই বোঝা যাবে, তারা শান্তি চায় কি না।

ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি হওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, ‘এটা এখন পুরোপুরি নির্ভর করছে রাশিয়ার ওপর। তারা হ্যাঁ বলে কি না, সেটাই দেখার বিষয়। যদি রাশিয়া রাজি হয়, তাহলে সেটা হবে খুবই ভালো খবর। আর এটা হলে পরবর্তী কাজ শুরু করব আমরা। এই শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে সাধ্যের মধ্যে যতটা সম্ভব সব চেষ্টাই করব আমরা।’

মার্কো রুবিও আরও বলেন, ‘যদি রাশিয়া রাজি না হয়, তাহলে আমরা অবশ্যই সবকিছু ভেবে দেখব। বোঝার চেষ্টা করব, তারা কী চায়। যদি তারা না বলে, তাহলে সেটাই তাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ধারণা দেবে। পাশাপাশি বুঝতে পারব, তারা কী চাইছে।’

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে বলেন, ‘৩০ দিনের জন্য যুদ্ধবিরতির এ পরিকল্পনা ইউক্রেনে শান্তি ফেরানোর পথে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এখন এটা নির্ভর করছে পুতিনের ওপর।’

যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের প্রস্তাব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিস্তারিত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানার অপেক্ষা করছেন তারা।

পেসকভ বলেন, ‘আমরা ধারণা করছি, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ আগামী দিনগুলোতে নানা মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চলমান আলোচনা ও আলোচনায় হওয়া সমঝোতার বিষয়ে আমাদের জানানো হবে।’ মস্কো একটি যুদ্ধবিরতিতে রাজি হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনি তো সময়ের আগেই এ প্রশ্নের উত্তর চাইছেন।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। সম্ভাব্য ৩০ দিনের যুদ্ধবিরতি যদি হয়ে যায়, তাহলে এই সময়ে বড় পরিসরে একটি শান্তিচুক্তির খসড়া তৈরির কাজ হতে পারে।

আরও পড়ুন

আরও পড়ুন

কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত ভারত–পাকিস্তান গোলাগুলি

কাশ্মীর সীমান্তে টানা অষ্টম রাত ভারত–পাকিস্তান গোলাগুলি

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে পাকিস্তান সেনাবাহিনী ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে টানা অষ্টম রাত গোলাগুলি হলো।

২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় অবৈধভাবে খনি পরিচালনার অভিযোগে ২ বাংলাদেশিসহ ৩ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধভাবে খনি পরিচালনার অভিযোগে ২ বাংলাদেশিসহ ৩ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধভাবে লোহার আকরিক উত্তোলনের অভিযোগে ২ বাংলাদেশি নাগরিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মালয়েশিয়ার মুয়াদজাম শাহের বুকিত ইবাম ফরেস্ট রিজার্ভের সুঙ্গাইগানো থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ ঘণ্টা আগে

ফিজিতে ২৬ বাংলাদেশি শ্রমিকের কষ্টের কথা শুনলেন দেশটির প্রধানমন্ত্রী, নিলেন ব্যবস্থা

ফিজিতে ২৬ বাংলাদেশি শ্রমিকের কষ্টের কথা শুনলেন দেশটির প্রধানমন্ত্রী, নিলেন ব্যবস্থা

ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা দেশটির সেন্ট্রাল ডিভিশনের একটি স্থানীয় সুপারমার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিকের অভিযোগ সরাসরি শুনেছেন। শ্রমিকেরা আবাসস্থল ও খাবার নিয়ে কষ্টের কথা জানিয়েছেন তাকে।

৫ ঘণ্টা আগে

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি আরবের

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি আরবের

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধান করতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। বুধবার (৩০ এপ্রিল) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানায়।

১৫ ঘণ্টা আগে