বিডিজেন ডেস্ক
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত আছে। গতকাল রোববারও (১৩ এপ্রিল) সেখানে ইসরায়েলের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।
খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ৬ ভাইও রয়েছে। তারা স্বেচ্ছাসেবক হিসেবে অনাহারে থাকা ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা দিতে কাজ করত।
এ ছাড়া, গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার পর হুড়োহুড়িতে হাসপাতালে ভর্তি আহত এক শিশু মারা গেছে।
গাজা সিটিতে এটাই ছিল সর্বশেষ সম্পূর্ণ সচল হাসপাতাল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হাসপাতালটির আইসিইউ ও অস্ত্রোপচার বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দ্বিতল হাসপাতাল ভবনটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেটি থেকে বড় আগুন ও ধোঁয়া বেরিয়ে আসছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হাসপাতালটিতে হামলা করেছে কারণ সেটি হামাসের নির্দেশনা ও নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হাসপাতালের পাশের একটি গির্জাও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বনেতারা হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন।
আরও পড়ুন
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত আছে। গতকাল রোববারও (১৩ এপ্রিল) সেখানে ইসরায়েলের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে।
খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ৬ ভাইও রয়েছে। তারা স্বেচ্ছাসেবক হিসেবে অনাহারে থাকা ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা দিতে কাজ করত।
এ ছাড়া, গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার পর হুড়োহুড়িতে হাসপাতালে ভর্তি আহত এক শিশু মারা গেছে।
গাজা সিটিতে এটাই ছিল সর্বশেষ সম্পূর্ণ সচল হাসপাতাল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হাসপাতালটির আইসিইউ ও অস্ত্রোপচার বিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দ্বিতল হাসপাতাল ভবনটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেটি থেকে বড় আগুন ও ধোঁয়া বেরিয়ে আসছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হাসপাতালটিতে হামলা করেছে কারণ সেটি হামাসের নির্দেশনা ও নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হাসপাতালের পাশের একটি গির্জাও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বনেতারা হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন।
আরও পড়ুন
ইসরায়েলের দেওয়া ৬ সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল।
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি সেখানে সফর করেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়। নেতানিয়াহু এমন সময় গাজা সফর করলেন, যখন ভূখন্ডটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে করতে হবে।
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দ্রুতই এ প্রস্তাবের বিষয়ে সাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি।