
বিডিজেন ডেস্ক

কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর বাংলাভাষী আইন সেবা প্রতিষ্ঠান ‘সূর্য ল ইনক’–এর উদ্যোগে জমকালো ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন পেশার বিপুলসংখ্যক অতিথি এই ক্রিসমাস পার্টিতে অংশ নেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টের স্কারবোরো সাউথওয়েন্ট আসনের এমপিপি ডলি বেগম, সিটি কাউন্সিলর পার্থি কান্দাবেল, কনজারভেটিভ পার্টির ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ, এনআরবি টিভির প্রধান নির্বাহী ও সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে সূর্য ল ইনকের প্রধান ব্যারিষ্টার সূর্য চক্রবর্তী সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন্। তিনি বলেন, তার আইন প্রতিষ্ঠান টরন্টোয় বাংলাদেশি কমিউনিটিসহ অন্য কমিউনিটিতেও পেশাদারত্বের সাথে আইনসেবা দিয়ে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
অতিথিরা তাদের বক্তব্যে সূর্য ল ও ব্যারিষ্টার সূর্য চক্রবর্তীর পেশাগত উচ্চমান এবং গ্রাহকসেবার প্রশংসা করেন।একই সাথে বাংলাদেশি কমিউনিটি ও বাংলা সংস্কৃতির বিকাশে তার প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শিল্পী চন্দন পাল, সুমনা গাঙ্গুলি ও শিরিন চৌধুরী সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি

কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর বাংলাভাষী আইন সেবা প্রতিষ্ঠান ‘সূর্য ল ইনক’–এর উদ্যোগে জমকালো ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন পেশার বিপুলসংখ্যক অতিথি এই ক্রিসমাস পার্টিতে অংশ নেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টের স্কারবোরো সাউথওয়েন্ট আসনের এমপিপি ডলি বেগম, সিটি কাউন্সিলর পার্থি কান্দাবেল, কনজারভেটিভ পার্টির ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ, এনআরবি টিভির প্রধান নির্বাহী ও সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে সূর্য ল ইনকের প্রধান ব্যারিষ্টার সূর্য চক্রবর্তী সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন্। তিনি বলেন, তার আইন প্রতিষ্ঠান টরন্টোয় বাংলাদেশি কমিউনিটিসহ অন্য কমিউনিটিতেও পেশাদারত্বের সাথে আইনসেবা দিয়ে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
অতিথিরা তাদের বক্তব্যে সূর্য ল ও ব্যারিষ্টার সূর্য চক্রবর্তীর পেশাগত উচ্চমান এবং গ্রাহকসেবার প্রশংসা করেন।একই সাথে বাংলাদেশি কমিউনিটি ও বাংলা সংস্কৃতির বিকাশে তার প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শিল্পী চন্দন পাল, সুমনা গাঙ্গুলি ও শিরিন চৌধুরী সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।
১ দিন আগে