logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্র–চীন আলোচনায় ৯০ দিনের জন্য শুল্ক কমাতে ঐকমত্য

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৯ ঘণ্টা আগে
Copied!
যুক্তরাষ্ট্র–চীন আলোচনায় ৯০ দিনের জন্য শুল্ক কমাতে ঐকমত্য
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। ছবি: সংগৃহীত

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। দেশ দুটি পরস্পরের পণ্যে যে বিপুল হারে শুল্ক আরোপ করেছিল, প্রাথমিকভাবে তারা ৯০ দিনের জন্য সেই শুল্ক অনেকাংশে কমিয়ে আনতে সম্মত হয়েছে। ফলে বিশ্ববাজারে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের।

আজ সোমবার (১২ মে) এক যৌথ ঘোষণায় মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির প্রতিনিধিদের মধ্যে সপ্তাহজুড়ে টানা আলোচনা হয়েছে। এই সময় উভয় পক্ষ জানিয়েছে, আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।

যৌথ বিবৃতি অনুযায়ী, ১৪ মে থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নিয়ে আসবে, এবং চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় পক্ষ ‘অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলমান রাখতে সুনির্দিষ্ট প্রক্রিয়া গড়ে তুলতে একমত হয়েছে। আলোচনায় চীনের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশটির সহকারী প্রধানমন্ত্রী হি লিফেং এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চুক্তিভুক্ত উভয় পক্ষের সম্মতিতে এই আলোচনা পর্যায়ক্রমে চীন ও যুক্তরাষ্ট্রে অথবা অন্য কোনো তৃতীয় দেশে অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজন অনুযায়ী উভয় পক্ষ প্রাসঙ্গিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়গুলোতে বিশেষজ্ঞ ও পরামর্শক পর্যায়ের বৈঠক করবে; অর্থাৎ সমস্যা সমাধানে আরও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে দেশ দুটি।

আরও পড়ুন

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়

টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আগেই। আজ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিরাট কোহলি। এক ইনস্টাগ্রাম বার্তায় তিনি টেস্ট থেকে আজ নিজের বিদায়ের কথা জানিয়েছেন। ভারতের অন্যতম সেরা এই ক্রিকেটার এখন থেকে শুধু ৫০ ওভারের ক্রিকেট খেলবেন।

৮ ঘণ্টা আগে

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসছে। আজ সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি পরিকল্পনা প্রকাশের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। নতুন অভিবাসন নীতি অনুযায়ী বিদেশি নাগরিকেরা আর ৫ বছর পর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন না।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র–চীন আলোচনায় ৯০ দিনের জন্য শুল্ক কমাতে ঐকমত্য

যুক্তরাষ্ট্র–চীন আলোচনায় ৯০ দিনের জন্য শুল্ক কমাতে ঐকমত্য

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। দেশ দুটি পরস্পরের পণ্যে যে বিপুল হারে শুল্ক আরোপ করেছিল, প্রাথমিকভাবে তারা ৯০ দিনের জন্য সেই শুল্ক অনেকাংশে কমিয়ে আনতে সম্মত হয়েছে। ফলে বিশ্ববাজারে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সরকারি কর্মী ছাঁটাইয়ের নির্দেশ সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সরকারি কর্মী ছাঁটাইয়ের নির্দেশ সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে সরকারি বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেন। তাঁর সে পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন বিচারক।

১ দিন আগে