
বিডিজেন ডেস্ক
মালয়েশিয়ার কেলান্তান থেকে চার বাংলাদেশিসহ ৩৫ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
গত ১৫ মার্চ ভোরে কোটা ভারু শহরের বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত রোববার কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, গ্রেপ্তার অবৈধ প্রবাসীদের বয়স ২৬ থেকে ৫৮ বছরের মধ্যে। গ্রেপ্তারদের মধ্যে দুই কিশোরও রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছর।
কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ২৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন বাংলাদেশি , ২ জন ভারতীয় এবং বাকিরা মিয়ানমারের নাগরিক।
আরও তদন্তের জন্য গ্রেপ্তারদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ার কেলান্তান থেকে চার বাংলাদেশিসহ ৩৫ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
গত ১৫ মার্চ ভোরে কোটা ভারু শহরের বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত রোববার কেলান্তান রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, গ্রেপ্তার অবৈধ প্রবাসীদের বয়স ২৬ থেকে ৫৮ বছরের মধ্যে। গ্রেপ্তারদের মধ্যে দুই কিশোরও রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছর।
কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ২৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন বাংলাদেশি , ২ জন ভারতীয় এবং বাকিরা মিয়ানমারের নাগরিক।
আরও তদন্তের জন্য গ্রেপ্তারদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
অংশগ্রহণকারীরা বলেন, ফুটবল এখন শুধুই একটি খেলা নয়—এটি সামাজিক সংহতি, ক্ষমতায়ন ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা ও প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর বাংলাদেশও তার অংশ হতে যাচ্ছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্য পার্লামেন্টের হুইপ ও লেপিংটনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি এমপির স্থানীয় সংসদীয় অফিসে উদ্বোধন করা হয়েছে ২০তম এ-বি স্ট্রিট লাইব্রেরি।
নতুন এই উদ্যোগের মাধ্যমে কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।