বিডিজেন ডেস্ক
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। প্রায়ই নিজের নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে তিনি খবরের শিরোনাম হয়েছিলেন স্ত্রীর স্নানের ভিডিও পোস্ট করে। এবার গ্র্যামির রেড কার্পেটে (লাল গালিচা) র্যাপার কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।
খবর ভ্যারাইটির।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা কোট খুলে ফেলেন, এর পরেই সবাই চমকে যান।
বিয়াঙ্কা কোটের নিচে পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এতে তাঁর শরীর পুরোপুরি উন্মুক্ত ছিল। বলা যায়, পুরোপুরি নগ্ন হয়েই এরপর ছবির জন্য পোজ দেন তিনি। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।
লালগালিচায় নগ্ন হয়ে পোজ দেওয়ার পর এই দম্পতিকে মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি। গ্র্যামির একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, লালগালিচায় পোজ দেওয়ার পর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।
তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার প্রবল সমালোচনা করেছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির বক্তব্য পাওয়া যায়নি।
কানইয়ে ওয়েস্টকে সর্বকালের অন্যতম সেরা র্যাপার মনে করা হয়। ২৪টি গ্র্যামিজয়ী এই শিল্পী অবশ্য প্রায়ই নিজের কাজের জন্য বিতর্কে জড়ান। এর আগে বিয়াঙ্কা সেনসরির জন্মদিনে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানইয়ে।
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। প্রায়ই নিজের নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে তিনি খবরের শিরোনাম হয়েছিলেন স্ত্রীর স্নানের ভিডিও পোস্ট করে। এবার গ্র্যামির রেড কার্পেটে (লাল গালিচা) র্যাপার কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।
খবর ভ্যারাইটির।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা কোট খুলে ফেলেন, এর পরেই সবাই চমকে যান।
বিয়াঙ্কা কোটের নিচে পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এতে তাঁর শরীর পুরোপুরি উন্মুক্ত ছিল। বলা যায়, পুরোপুরি নগ্ন হয়েই এরপর ছবির জন্য পোজ দেন তিনি। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।
লালগালিচায় নগ্ন হয়ে পোজ দেওয়ার পর এই দম্পতিকে মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি। গ্র্যামির একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, লালগালিচায় পোজ দেওয়ার পর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।
তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার প্রবল সমালোচনা করেছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির বক্তব্য পাওয়া যায়নি।
কানইয়ে ওয়েস্টকে সর্বকালের অন্যতম সেরা র্যাপার মনে করা হয়। ২৪টি গ্র্যামিজয়ী এই শিল্পী অবশ্য প্রায়ই নিজের কাজের জন্য বিতর্কে জড়ান। এর আগে বিয়াঙ্কা সেনসরির জন্মদিনে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানইয়ে।
সমাজসেবী ও শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ইমাম আগা খান মারা গেছেন। তাঁর দাতব্য প্রতিষ্ঠান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে তিন দিনের সাধারণ সাধারণ ছুটি ঘোষণা করা হয়ছে। গতকাল মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে এ ছুটির কথা জানানো হয়।
সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। কোনো কনটেন্ট ক্রিয়েটর এই ভিসা পেলে দেশটিতে স্পন্সর বা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন।
সৌদি আরব বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই কথা বলেছে রিয়াদ।