logo
প্রবাসের খবর

গ্র্যামির রেড কার্পেটে বিতর্কিত পোশাকে তারকা দম্পতি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
গ্র্যামির রেড কার্পেটে বিতর্কিত পোশাকে তারকা দম্পতি
স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। ছবি: সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। প্রায়ই নিজের নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে তিনি খবরের শিরোনাম হয়েছিলেন স্ত্রীর স্নানের ভিডিও পোস্ট করে। এবার গ্র্যামির রেড কার্পেটে (লাল গালিচা) র‍্যাপার কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।

খবর ভ্যারাইটির।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা কোট খুলে ফেলেন, এর পরেই সবাই চমকে যান।

বিয়াঙ্কা কোটের নিচে পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এতে তাঁর শরীর পুরোপুরি উন্মুক্ত ছিল। বলা যায়, পুরোপুরি নগ্ন হয়েই এরপর ছবির জন্য পোজ দেন তিনি। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।

Kanye on the red carpet with wife Bianca

লালগালিচায় নগ্ন হয়ে পোজ দেওয়ার পর এই দম্পতিকে মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি। গ্র্যামির একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, লালগালিচায় পোজ দেওয়ার পর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।

তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার প্রবল সমালোচনা করেছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির বক্তব্য পাওয়া যায়নি।

কানইয়ে ওয়েস্টকে সর্বকালের অন্যতম সেরা র‍্যাপার মনে করা হয়। ২৪টি গ্র্যামিজয়ী এই শিল্পী অবশ্য প্রায়ই নিজের কাজের জন্য বিতর্কে জড়ান। এর আগে বিয়াঙ্কা সেনসরির জন্মদিনে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানইয়ে।

আরও পড়ুন

সিডনিতে এনএসইউ অ্যালামনাই নাইট ২২ নভেম্বর

সিডনিতে এনএসইউ অ্যালামনাই নাইট ২২ নভেম্বর

জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর (শনিবার) সিডনির বিখ্যাত ক্যান্টারবেরি লীগ ক্লাবের প্যারাগন রুমে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন ঘটবে আনন্দ, স্মৃতি ও সংযোগের এক প্রাণবন্ত পরিবেশে।

১৭ ঘণ্টা আগে

কর্মী সংকটে কানাডার দুই বিমানবন্দর, পর্যায়ক্রমে বন্ধ থাকে টাওয়ার

কর্মী সংকটে কানাডার দুই বিমানবন্দর, পর্যায়ক্রমে বন্ধ থাকে টাওয়ার

উত্তর আমেরিকাজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট নতুন নয়। যুক্তরাষ্ট্রেও একই কারণে ফ্লাইট বিলম্ব দেখা দিচ্ছে বলে জানিয়েছে এফএএ। কানাডার বিমান চলাচল ব্যবস্থায় চলমান এই সংকট দ্রুত না কাটলে যাত্রী ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

আঙ্কটাড সম্মেলনে এলডিসি দেশগুলোর উত্তরণের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি প্রণয়নে ম্যান্ডেট প্রদান

আঙ্কটাড সম্মেলনে এলডিসি দেশগুলোর উত্তরণের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি প্রণয়নে ম্যান্ডেট প্রদান

মূল সম্মেলনে বিগত ১১ মাসব্যাপী নেগোসিয়েশনের মাধ্যমে চূড়ান্ত ‘জেনেভা কনসেনসাস’ শীর্ষক আউটকাম ডকুমেন্ট গৃহীত হয়। এই গুরুত্বপূর্ণ দলিলে আগামী চার বছরের জন্য আঙ্কটাডের কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য নানা আকর্ষণীয় কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান।

৩ দিন আগে