logo
প্রবাসের খবর

গ্র্যামির রেড কার্পেটে বিতর্কিত পোশাকে তারকা দম্পতি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
গ্র্যামির রেড কার্পেটে বিতর্কিত পোশাকে তারকা দম্পতি
স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। ছবি: সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। প্রায়ই নিজের নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে তিনি খবরের শিরোনাম হয়েছিলেন স্ত্রীর স্নানের ভিডিও পোস্ট করে। এবার গ্র্যামির রেড কার্পেটে (লাল গালিচা) র‍্যাপার কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।

খবর ভ্যারাইটির।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা কোট খুলে ফেলেন, এর পরেই সবাই চমকে যান।

বিয়াঙ্কা কোটের নিচে পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এতে তাঁর শরীর পুরোপুরি উন্মুক্ত ছিল। বলা যায়, পুরোপুরি নগ্ন হয়েই এরপর ছবির জন্য পোজ দেন তিনি। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।

Kanye on the red carpet with wife Bianca

লালগালিচায় নগ্ন হয়ে পোজ দেওয়ার পর এই দম্পতিকে মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি। গ্র্যামির একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, লালগালিচায় পোজ দেওয়ার পর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।

তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার প্রবল সমালোচনা করেছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির বক্তব্য পাওয়া যায়নি।

কানইয়ে ওয়েস্টকে সর্বকালের অন্যতম সেরা র‍্যাপার মনে করা হয়। ২৪টি গ্র্যামিজয়ী এই শিল্পী অবশ্য প্রায়ই নিজের কাজের জন্য বিতর্কে জড়ান। এর আগে বিয়াঙ্কা সেনসরির জন্মদিনে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানইয়ে।

আরও দেখুন

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

২ ঘণ্টা আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

২ ঘণ্টা আগে

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

১ দিন আগে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৩ দিন আগে