বিডিজেন ডেস্ক
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। প্রায়ই নিজের নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে তিনি খবরের শিরোনাম হয়েছিলেন স্ত্রীর স্নানের ভিডিও পোস্ট করে। এবার গ্র্যামির রেড কার্পেটে (লাল গালিচা) র্যাপার কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।
খবর ভ্যারাইটির।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা কোট খুলে ফেলেন, এর পরেই সবাই চমকে যান।
বিয়াঙ্কা কোটের নিচে পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এতে তাঁর শরীর পুরোপুরি উন্মুক্ত ছিল। বলা যায়, পুরোপুরি নগ্ন হয়েই এরপর ছবির জন্য পোজ দেন তিনি। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।
লালগালিচায় নগ্ন হয়ে পোজ দেওয়ার পর এই দম্পতিকে মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি। গ্র্যামির একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, লালগালিচায় পোজ দেওয়ার পর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।
তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার প্রবল সমালোচনা করেছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির বক্তব্য পাওয়া যায়নি।
কানইয়ে ওয়েস্টকে সর্বকালের অন্যতম সেরা র্যাপার মনে করা হয়। ২৪টি গ্র্যামিজয়ী এই শিল্পী অবশ্য প্রায়ই নিজের কাজের জন্য বিতর্কে জড়ান। এর আগে বিয়াঙ্কা সেনসরির জন্মদিনে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানইয়ে।
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। প্রায়ই নিজের নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে তিনি খবরের শিরোনাম হয়েছিলেন স্ত্রীর স্নানের ভিডিও পোস্ট করে। এবার গ্র্যামির রেড কার্পেটে (লাল গালিচা) র্যাপার কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরিকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।
খবর ভ্যারাইটির।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসেছিল ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় হাজির হন কানইয়ে। কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কোট। কিছুক্ষণ পর বিয়াঙ্কা কোট খুলে ফেলেন, এর পরেই সবাই চমকে যান।
বিয়াঙ্কা কোটের নিচে পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এতে তাঁর শরীর পুরোপুরি উন্মুক্ত ছিল। বলা যায়, পুরোপুরি নগ্ন হয়েই এরপর ছবির জন্য পোজ দেন তিনি। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।
লালগালিচায় নগ্ন হয়ে পোজ দেওয়ার পর এই দম্পতিকে মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি। গ্র্যামির একটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, লালগালিচায় পোজ দেওয়ার পর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।
তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার প্রবল সমালোচনা করেছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির বক্তব্য পাওয়া যায়নি।
কানইয়ে ওয়েস্টকে সর্বকালের অন্যতম সেরা র্যাপার মনে করা হয়। ২৪টি গ্র্যামিজয়ী এই শিল্পী অবশ্য প্রায়ই নিজের কাজের জন্য বিতর্কে জড়ান। এর আগে বিয়াঙ্কা সেনসরির জন্মদিনে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানইয়ে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ব বাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছে দুই দেশের ব্যবসায়ীরাও। এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবৈধ অভিবাসী আটকে মালয়েশিয়াজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।
গাজা ভূখন্ডে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০ জনসহ ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ইসরায়েলের আলাদা দুই হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবার (১৮ এপ্রিল) গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী নানা আর্থিক অস্থিরতা, রাজনৈতিক টানাপোড়েন ও বাণিজ্যযুদ্ধের মাঝেও চমক দেখিয়েছে রাশিয়ার রুবল। বিশ্ব অর্থনীতির ঘূর্ণিপাকে যখন অধিকাংশ মুদ্রাই দুর্বল হয়েছে, তখন রুবলের উত্থান আন্তর্জাতিক বাজারে নজর কেড়েছে। চলতি বছর বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রাশিয়ার রুবল।