বিডিজেন ডেস্ক
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতের এই হামলায় ৩৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি গাজা থেকে এ খবর দিয়েছে।
এর আগে স্থানীয় আল-আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল-জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তারা বলছে, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছে। তাই সেনারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর পর থেকে প্রায় প্রতিদিনই জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটছে। যদিও এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে আগে থেকেই কার্যত বিধ্বস্ত হয়ে রয়েছে এলাকাটি।
জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, শুক্রবার রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় পরিবারগুলো নৃশংস পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে।
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতের এই হামলায় ৩৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি গাজা থেকে এ খবর দিয়েছে।
এর আগে স্থানীয় আল-আওহা হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানায়, জাবালিয়ার তাল আল-জাতার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী ৬ অক্টোবর থেকে জাবালিয়ার চারপাশসহ গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। তারা বলছে, ওই এলাকায় হামাসের সদস্যরা আবার জড়ো হওয়ার চেষ্টা করছে। তাই সেনারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এর পর থেকে প্রায় প্রতিদিনই জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটছে। যদিও এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে আগে থেকেই কার্যত বিধ্বস্ত হয়ে রয়েছে এলাকাটি।
জাতিসংঘের মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা জানায়, শুক্রবার রাতে গাজার উত্তরাঞ্চলে ভারী বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু বোমাবর্ষণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। হামলার জেরে স্থানীয় বেসামরিক মানুষ ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্থানীয় পরিবারগুলো নৃশংস পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল কুয়েত সফরে আসছে। প্রতিনিধিদলটি কেসিসিআই–এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।
মেক্সিকোতে আবাসিক এবং গুয়াতেমালায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী গুয়াতেমালায় তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, কাতারে অবস্থানরত হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।