logo
প্রবাসের খবর

মধ্যপ্রাচ্যের প্রথম ভাসমান থানা হচ্ছে দুবাইয়ে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ নভেম্বর ২০২৪
Copied!
মধ্যপ্রাচ্যের প্রথম ভাসমান থানা হচ্ছে দুবাইয়ে

মধ্যপ্রাচ্যের প্রথম ভাসমান থানা নির্মিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আজ শনিবার দুবাই পুলিশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি ভাসমান স্মার্ট পুলিশ স্টেশন (এসপিএস) প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এর কার্যক্রম শুরু হওয়ার কথা ২০২৬ সালে। এই থানাটি নির্মাণে ব্যয় হচ্ছে ২০০ কোটি দিরহাম।

দুবাই পুলিশের জেনারেল কমান্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল আল তামিমি জানান, ওয়ার্ল্ড আইল্যান্ডসের কাছে নির্মিত হচ্ছে এই ভাসমান থানা। এখানে ফৌজদারি ও ট্রাফিক মামলাসহ ২৭টি প্রাথমিক পরিষেবা পাওয়া যাবে। সেইসঙ্গে থাকছে আরও ৩৩টি অতিরিক্ত পরিষেবা। এই থানায় ছয়টি ভাষায় পরিষেবাগুলো দেওয়া হবে। পরিষেবাগুলোর মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া জিনিসগুলি ফেরত দেওয়া এবং অনুমোদনের জন্য আবেদন নেওয়া ইত্যাদি।

সংশ্লিষ্টরা বলছেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের এই উদ্যোগ সাধারণ সরকারি প্রতিষ্ঠানে দর্শনার্থীর সংখ্যা হ্রাস করবে।

লেফটেন্যান্ট কর্নেল আল তামিমি বলেন, স্মার্ট ভাসমান পুলিশ স্টেশনটি উন্নত অবকাঠামোর উদাহরণ। এর নকশা সামুদ্রিক জীব রক্ষার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

আরও পড়ুন

ভোটার নিবন্ধন নিয়ে সংশয় ও উৎকণ্ঠায় আছেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা

ভোটার নিবন্ধন নিয়ে সংশয় ও উৎকণ্ঠায় আছেন সিডনিপ্রবাসী বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী বাংলাদেশিরা অভিযোগ করেছেন, ভোটার নিবন্ধনের বিষয়ে স্থানীয় বাংলাদেশ কনস্যুলেট এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে তারা জানতে পারেননি। কয়েকজন জানান, নিবন্ধনের জন্য তারা সিডনির কনস্যুলেটে যোগাযোগ করেছিলেন। কিন্তু নিবন্ধনের বিষয়ে কোনো তথ্য তারা জানতে পারেননি।

২ ঘণ্টা আগে

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সফল মেজবান পরবর্তী মিলনমেলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে ‘মেজবান ২০২৫’-এর সফলতা উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ পারিবারিক মধ্যাহ্নভোজ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

২ দিন আগে

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা

ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

৩ দিন আগে