logo
প্রবাসের খবর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন আগামী ১৯ অক্টোবর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ দিন আগে
Copied!
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন আগামী ১৯ অক্টোবর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার দ্বিবার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নতুন নির্বাহী কমিটি গঠনের নির্বাচন আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গত রোববার (৩১ আগস্ট) নিউ সাউথ ওয়েলসের ইঙ্গলবার্নের দাওয়াত রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের আহ্বায়ক মনিরুল হক জর্জের সভাপতিত্ব অনুষ্ঠিত এই সভায় একইসঙ্গে অ্যাসোসিয়েশনের সংশোধিত সংবিধানও অনুমোদন করা হয়।

ভোটার তালিকা প্রণয়নের জন্য সদস্যপদ গ্রহণ ও নবায়নের শেষ সময় নির্ধারণ করা হয় ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ে যারা সদস্যপদ গ্রহণ বা নবায়ন করবেন, কেবল তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে সভায় উল্লেখ করা হয়।

এ ছাড়া, নির্বাচন পরিচালনার স্বচ্ছতা নিশ্চিত করতে ৪ জনের নাম ঘোষণা করা হয়। তাদের মধ্য থেকে ৩ জনকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হবে।

সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা হলেন—গামা আবদুল কাদির, শাহাদাত হোসেন, ড. সিরাজুল হক, কায়সার আহমেদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিক রহমান অ্যাশ, মোহাম্মদ আবদুল মতিন, মোবারক হোসেন, রুহুল আমিন সরদার, হোসেন আরজু, বেল্লাল হোসেন ঢালী, এ কে এম ফজলুল হক শফিক, মোস্তাফিজুর রহমান তালুকদার, গণেশ ভৌমিক, আবুল হাসান, কামাল পাশা, সেলিমা বেগম, পুরবী পারমিতা বোস, মাকসুদুর রহমান চৌধুরী সুমন, হাজী দেলোয়ার হোসেন, সাজ্জাদ সিদ্দিকী, কিশোয়ার আক্তার, আভা ইসলাম, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, ইফতেখার উদ্দিন ইফতু, জুঁই সেন পল, মাহফুজ চৌধুরী খসরু, তৌহিদুল হক, ড. বি এন দুলাল প্রমুখ।

তারা আগামী নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল নির্বাহী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

অভিভাবক ও কার্যকরি কমিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রীড়া উৎসবে যোগদান করেন। উৎসবে আমাদের নিজস্ব ঐতিহ্য ধারণ করে এমন সব খেলার ছবি প্রদর্শিত হয় এবং সেই খেলাগুলির সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেওয়া হয়।

১১ ঘণ্টা আগে

আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’– এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উদ্‌যাপন করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

সৌদি আরবের বিশাল ও ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে দেশটির বন্দর নগরী জেদ্দায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ম্যাককোয়ারি ফিল্ডসের ম্যাককোয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মসূচি। কমিউনিটি সংগঠন ‘মি. পারফেক্ট’ আয়োজন করে এ ফ্রি কমিউনিটি বারবিকিউ।

১৪ ঘণ্টা আগে