logo
প্রবাসের খবর

সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ম্যাককোয়ারি ফিল্ডসের ম্যাককোয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মসূচি। কমিউনিটি সংগঠন ‘মি. পারফেক্ট’ আয়োজন করে এ ফ্রি কমিউনিটি বারবিকিউ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড।

Awareness program in Sydney 2

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ‘মি. পারফেক্ট’ শুধুমাত্র একটি সাধারণ বারবিকিউ আয়োজন নয়, বরং এটি পুরুষদের মানসিক স্বাস্থ্যের কল্যাণে কাজ করা একটি সামাজিক উদ্যোগ। আড্ডা, গল্পগুজব ও খোলামেলা আলাপচারিতার মাধ্যমে পুরুষদের একে অপরের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

Awareness program in Sydney 3

অনুষ্ঠানের আয়োজক ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর আশিকুর রহমান এশ জানান, অংশগ্রহণকারীরা আবহাওয়া, কাজের চাপ, ফুটবল, পারিবারিক চ্যালেঞ্জ কিংবা জীবনের নানা পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলা ও একে অপরকে শোনার মাধ্যমে তারা মানসিক স্বস্তি পান। বাইরে সূর্যের আলোতে বসে সময় কাটানো যেমন স্বাস্থ্যকর, তেমনি কোভিড-পরবর্তী একাকীত্ব কাটাতেও এটি কার্যকর ভূমিকা রাখছে।

Awareness program in Sydney 4

আয়োজকদের পক্ষে মো. শফিকুল আলম জানান, ‘মি. পারফেক্ট’ কমিউনিটির সদস্যরা শুধু বারবিকিউতেই সীমাবদ্ধ নন। তারা সাইক্লিং, কফি আড্ডা কিংবা অন্য সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি সহায়ক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এই প্রয়াসকে স্থানীয়রা প্রশংসা করেছেন।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদানের বিষয়ে সভা

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ভোটারদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কাকে ভোট দেওয়া হয়েছে, সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যালটকে তিনি একজন ভোটারের গোপনীয় আমানত হিসেবে উল্লেখ করে বলেন, এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীলভাবে করতে হবে।

১৬ ঘণ্টা আগে

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

আইইএলটিএস পরীক্ষায় অকৃতকার্য হয়েও হাজার হাজার ব্যক্তির যুক্তরাজ্যের ভিসা পাওয়ার দাবি দ্য টেলিগ্রাফের

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, একই ঘটনার ভিন্ন আরেকটি অনুসন্ধানে জানা গেছে, চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে প্রতারকেরা প্রশ্নপত্র ফাঁস করেছে। এমনকি টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্রগুলো বিক্রি করেছে।

২ দিন আগে

আরব আমিরাতে জানুয়ারি থেকে জুমার নামাজের সময়সূচির পরিবর্তন

আরব আমিরাতে জানুয়ারি থেকে জুমার নামাজের সময়সূচির পরিবর্তন

সংযুক্ত আরব আমিরাতের সকল মসজিদে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুমার নামাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির ইসলামিক বিষয়ক সরকারি সংস্থা জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ডোমেনটস ও যাকাত (আওকাফ)।

২ দিন আগে