logo
প্রবাসের খবর

সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ম্যাককোয়ারি ফিল্ডসের ম্যাককোয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মসূচি। কমিউনিটি সংগঠন ‘মি. পারফেক্ট’ আয়োজন করে এ ফ্রি কমিউনিটি বারবিকিউ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড।

Awareness program in Sydney 2

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ‘মি. পারফেক্ট’ শুধুমাত্র একটি সাধারণ বারবিকিউ আয়োজন নয়, বরং এটি পুরুষদের মানসিক স্বাস্থ্যের কল্যাণে কাজ করা একটি সামাজিক উদ্যোগ। আড্ডা, গল্পগুজব ও খোলামেলা আলাপচারিতার মাধ্যমে পুরুষদের একে অপরের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

Awareness program in Sydney 3

অনুষ্ঠানের আয়োজক ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর আশিকুর রহমান এশ জানান, অংশগ্রহণকারীরা আবহাওয়া, কাজের চাপ, ফুটবল, পারিবারিক চ্যালেঞ্জ কিংবা জীবনের নানা পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলা ও একে অপরকে শোনার মাধ্যমে তারা মানসিক স্বস্তি পান। বাইরে সূর্যের আলোতে বসে সময় কাটানো যেমন স্বাস্থ্যকর, তেমনি কোভিড-পরবর্তী একাকীত্ব কাটাতেও এটি কার্যকর ভূমিকা রাখছে।

Awareness program in Sydney 4

আয়োজকদের পক্ষে মো. শফিকুল আলম জানান, ‘মি. পারফেক্ট’ কমিউনিটির সদস্যরা শুধু বারবিকিউতেই সীমাবদ্ধ নন। তারা সাইক্লিং, কফি আড্ডা কিংবা অন্য সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি সহায়ক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এই প্রয়াসকে স্থানীয়রা প্রশংসা করেছেন।

আরও দেখুন

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ১০ জন ঘটনাস্থলেই নিহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত আরও অন্তত ১২ জন চিকিৎসাধীন। গুয়ানাহুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য থাকলেও, সহিংসতার পরিমাণও সবচেয়ে বেশি।

১৬ ঘণ্টা আগে

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

ফিলিপাইনে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধার

তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।

১৬ ঘণ্টা আগে

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

২ দিন আগে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরব অবৈধ সাড়ে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজার ৬০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৩ দিন আগে