logo
প্রবাসের খবর

সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব২৮ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

সৌদি আরবের বিশাল ও ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে দেশটির বন্দর নগরী জেদ্দায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোর দ্বিতীয় দিনে (২৬ সেপ্টেম্বর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘সৌদি আরবে পোশাক খাত: চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা উন্মোচন’। সেমিনারটি দেশীয় পোশাক শিল্প উদ্যোক্তা ও সৌদি বায়ারদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এক নতুন সেতুবন্ধ তৈরি করেছে।

বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রাজান ওহাবি ও জামিল আল-হারিথি। এ ছাড়াও, সৌদি-বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম ও সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস ফোরামের সভাপতি আবদুর রহমান বিশেষ অতিথি হিসেবে তাদের মতামত তুলে ধরেন।

Seminar in Jeddah 2

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিনিধি, জেদ্দায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সৌদি আরবের আমদানিকারক ও ক্রেতা এবং বাংলাদেশ থেকে আগত ১২টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

বক্তারা সৌদি আরবের পোশাক খাতের বর্তমান অবস্থা, বাজারের প্রবেশাধিকারের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য বিদ্যমান অপার সম্ভাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা উল্লেখ করেন, বর্তমানে সৌদি আরবের স্থানীয় উদ্যোক্তারা নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সরবরাহকারী খুঁজছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এই বিশাল বাজারে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য বাংলাদেশের সামনে এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

আলোচনায় সৌদি বাজারের প্রবেশাধিকারের প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়। বিশেষ করে শুল্ক-মুক্ত সুবিধা (জিএসপি) নিয়ে আলোচনা এবং পণ্যের বৈচিত্র্য আনয়ন—যেমন উচ্চ মূল্যের (High-end) ফ্যাশন ও টেক্সটাইল পণ্য সরবরাহের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

নার্গিস মোর্শেদা বলেন, এই ধরনের আয়োজন শুধু বাণিজ্য প্রসারে নয়, বরং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণেও সহায়ক হবে।

তিনি সৌদি ক্রেতাদের বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুবিধা গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।

Seminar in Jeddah 3

সেমিনারে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন শাহ হাসান বাবর, মো. মনিরুজ্জামান ও খালেদ মোহাম্মদ ফয়সাল ইকবাল।

এ ছাড়াও অন্য অংশগ্রহণকারীরা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ডিজাইন, উপযোগিতা এবং সময়মতো সরবরাহের সক্ষমতা তুলে ধরেন, যা সৌদি ক্রেতাদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করে।

সেমিনারের শেষে ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়, যা তাৎক্ষণিক ব্যবসায়িক আলোচনার পথ প্রশস্ত করে। আয়োজকরা মনে করছেন, এই সফল সেমিনার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় ও সুদূরপ্রসারী করবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগে আগামী ১-৩ ডিসেম্বর (২০২৫) ঢাকায় আয়োজিতব্য ‘গ্লোবাল সোর্সিং এক্সপো, ঢাকা ২০২৫’-এ অংশগ্রহণের জন্য সৌদি আরবের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়।

আরও দেখুন

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উৎসবে অংশ নেন। নাচ, গান ও আলোকসজ্জায় গোটা পার্ক রূপ নেয় উৎসবের নগরে। প্রবাসী রুমেল বলেন, “এটি সত্যিই অসাধারণ। প্রতিদিন কাজের চাপে থাকি, পরিবারের মুখে হাসি রাখতে লড়াই করি। এই আয়োজন আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।

১৫ ঘণ্টা আগে

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

রিয়াদে ৪ দিন ঝলমল করবে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য

জাঁকজমকপূর্ণ এই উৎসবে থাকছে প্রাণবন্ত পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, সঙ্গে থাকবে আসল বাংলাদেশি খাবারের স্বাদ—সব মিলিয়ে এটি হয়ে উঠবে বাংলাদেশের ঐতিহ্যের এক চমৎকার প্রদর্শনী।

১ দিন আগে

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

১ দিন আগে

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী মেডিকেল সেন্টারসমূহকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুব্যবস্থাপনার আওতায় আনার জন্য গালফ হেলথ কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

২ দিন আগে