logo
প্রবাসের খবর

সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব১২ ঘণ্টা আগে
Copied!
সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

সৌদি আরবের বিশাল ও ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে দেশটির বন্দর নগরী জেদ্দায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোর দ্বিতীয় দিনে (২৬ সেপ্টেম্বর) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়।

জেদ্দা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘সৌদি আরবে পোশাক খাত: চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা উন্মোচন’। সেমিনারটি দেশীয় পোশাক শিল্প উদ্যোক্তা ও সৌদি বায়ারদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এক নতুন সেতুবন্ধ তৈরি করেছে।

বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা রাজান ওহাবি ও জামিল আল-হারিথি। এ ছাড়াও, সৌদি-বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম ও সৌদি-বাংলাদেশ ইনভেস্টরস ফোরামের সভাপতি আবদুর রহমান বিশেষ অতিথি হিসেবে তাদের মতামত তুলে ধরেন।

Seminar in Jeddah 2

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিনিধি, জেদ্দায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সৌদি আরবের আমদানিকারক ও ক্রেতা এবং বাংলাদেশ থেকে আগত ১২টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

বক্তারা সৌদি আরবের পোশাক খাতের বর্তমান অবস্থা, বাজারের প্রবেশাধিকারের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য বিদ্যমান অপার সম্ভাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা উল্লেখ করেন, বর্তমানে সৌদি আরবের স্থানীয় উদ্যোক্তারা নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সরবরাহকারী খুঁজছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এই বিশাল বাজারে নিজেদের অবস্থান সুসংহত করার জন্য বাংলাদেশের সামনে এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে।

আলোচনায় সৌদি বাজারের প্রবেশাধিকারের প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়। বিশেষ করে শুল্ক-মুক্ত সুবিধা (জিএসপি) নিয়ে আলোচনা এবং পণ্যের বৈচিত্র্য আনয়ন—যেমন উচ্চ মূল্যের (High-end) ফ্যাশন ও টেক্সটাইল পণ্য সরবরাহের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

নার্গিস মোর্শেদা বলেন, এই ধরনের আয়োজন শুধু বাণিজ্য প্রসারে নয়, বরং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণেও সহায়ক হবে।

তিনি সৌদি ক্রেতাদের বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুবিধা গ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।

Seminar in Jeddah 3

সেমিনারে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন শাহ হাসান বাবর, মো. মনিরুজ্জামান ও খালেদ মোহাম্মদ ফয়সাল ইকবাল।

এ ছাড়াও অন্য অংশগ্রহণকারীরা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ডিজাইন, উপযোগিতা এবং সময়মতো সরবরাহের সক্ষমতা তুলে ধরেন, যা সৌদি ক্রেতাদের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করে।

সেমিনারের শেষে ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়, যা তাৎক্ষণিক ব্যবসায়িক আলোচনার পথ প্রশস্ত করে। আয়োজকরা মনে করছেন, এই সফল সেমিনার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় ও সুদূরপ্রসারী করবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগে আগামী ১-৩ ডিসেম্বর (২০২৫) ঢাকায় আয়োজিতব্য ‘গ্লোবাল সোর্সিং এক্সপো, ঢাকা ২০২৫’-এ অংশগ্রহণের জন্য সৌদি আরবের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

সিডনিতে জমজমাট ক্রীড়া উৎসবে উদ্বেলিত ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা

অভিভাবক ও কার্যকরি কমিটির সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে এই ক্রীড়া উৎসবে যোগদান করেন। উৎসবে আমাদের নিজস্ব ঐতিহ্য ধারণ করে এমন সব খেলার ছবি প্রদর্শিত হয় এবং সেই খেলাগুলির সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দেওয়া হয়।

১০ ঘণ্টা আগে

আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আবুধাবিতে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’– এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উদ্‌যাপন করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

সৌদি আরবে বাংলাদেশের পোশাকের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে জেদ্দায় সেমিনার

সৌদি আরবের বিশাল ও ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে দেশটির বন্দর নগরী জেদ্দায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

সিডনিতে মি. পারফেক্টের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি বারবিকিউ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ম্যাককোয়ারি ফিল্ডসের ম্যাককোয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মসূচি। কমিউনিটি সংগঠন ‘মি. পারফেক্ট’ আয়োজন করে এ ফ্রি কমিউনিটি বারবিকিউ।

১৩ ঘণ্টা আগে