logo
প্রবাসের খবর

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৪ ঘণ্টা আগে
Copied!
গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার
ক্রিট দ্বীপের রেথিমনো শহরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের বাইরে উদ্ধার হওয়া অভিবাসীরা। ছবি: রয়টার্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

খবর কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তবিষয়ক সংস্থা ‘ফ্রন্টেক্সের’ একটি নৌকা লিবিয়া সমুদ্রের ছোট দ্বীপ গ্যাভডোসের কাছাকাছি এলাকায় শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে টহল দিচ্ছিল। এ সময় সম্ভাব্য আশ্রয়প্রার্থীদের নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। এরপর তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান ও ফিলিস্তিনের নাগরিক রয়েছে। তাদের ক্রিট দ্বীপের রেথিমনো শহরে নেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর তাদের আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

উপককূলরক্ষী বাহিনীর ওই মুখপাত্র বলেন, ২০১৫ ও ২০১৬ সালে অভিবাসনের বড় ঢেউয়ের সম্মুখভাগে ছিল গ্রিস। সে সময় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ১০ লাখেরও বেশি মানুষ সুরক্ষার সন্ধানে গ্রিসের উপকূলে এসে পৌঁছায়, এরপর তারা জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়।

এ ছাড়া, নৌকাযোগে গ্রিসে পৌঁছানো আশ্রয়প্রার্থীর সংখ্যা কমে এলেও, আফ্রিকা মহাদেশের সবচেয়ে কাছের দুটি ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিট ও গাভদোসে আশ্রয়প্রার্থীবাহী নৌকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই নৌকাগুলোর অনেকগুলোই লিবিয়া যাত্রা শুরু করে বলে জানান ওই কর্মকর্তা।

আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি কার্যকর হবে। এই চুক্তির আওতায় গ্রিসের পাশাপাশি সাইপ্রাস, স্পেন ও ইতালি বাড়তি অভিবাসনের চাপ মোকাবিলায় অন্য ইইউ দেশের সহায়তা পাওয়ার যোগ্য হবে।

এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, নতুন চুক্তির অধীনে যাদের আশ্রয় প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করা হবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

তবে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এই চুক্তির সমালোচনা করেছে। তারা সতর্ক করে বলেছে, এটি আশ্রয়প্রার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। এ চুক্তির ফলে তাদের অধিকার লঙ্ঘিত হতে পারে।

আরও দেখুন

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ থেকে বাংলাদেশিসহ প্রায় ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

৪ ঘণ্টা আগে

মাদ্রিদে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

মাদ্রিদে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রবাসীদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠিত হয়েছে।

৬ ঘণ্টা আগে

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

১ দিন আগে

দেশ থেকে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসুন: বাংলাদেশের রাষ্ট্রদূত

দেশ থেকে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসুন: বাংলাদেশের রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণি বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে।

১ দিন আগে